ডিটেকটিভ বিনোদন ডেস্কঃ
অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে প্রেম করছেন বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফ।বহুদিন ধরে ইন্ডাস্ট্রির ভেতরে-বাইরে এমনই খবর ভেসে বেড়াচ্ছে।এই দুই তারকা একাধিক বার একসঙ্গে ফটোসাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েছেন।কখনো রাতে ডিনার ডেটে যাওয়া, আবার কখনো কোনো অনুষ্ঠানে তাদের একসঙ্গে হাজির হওয়া এটাই বলে দেয়, ‘কুছ কুছ হোতা হ্যায়’।যদিও ভিকি বা ক্যাটরিনা কখনোই এ নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি। তাই থামেনি তাদের প্রেমের গুঞ্জনও। বরং সম্প্রতি সেই গুঞ্জনে নতুন হাওয়া লেগেছে। কারণ এই করোনার মধ্যেই ক্যাটরিনার কাইফের বাড়ির সামনে থেকে ভিকি কৌশলকে ক্যামেরার লেন্সে বন্দি করেছেন পাপারাজ্জিরা।সেই ছবিতে দেখা যায়, ক্যাটরিনার বাড়ির সামনে গাড়ি থেকে নামছেন ভিকি। পরনে টি-শার্ট আর প্যান্ট। করোনা আবহের জন্য মাস্কে ঢাকা অভিনেতার মুখ। এই ছবি প্রকাশ্যে আসতেই ক্যাটরিনা ও ভিকির ভক্তদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। নানা রকমের কমেন্টে বলিউডের এই দুই তারকাকে ভরিয়ে দেন তারা।
প্রাইভেট ডিটেকটিভ/১০ আগষ্ট ২০২০/ইকবাল