January 25, 2025, 4:18 pm

সংবাদ শিরোনাম
সারা দেশে রেল চলাচল বন্ধ করে দেওয়ার হুশিয়ারি রাজারহাটে কনকনে ঠান্ডা ঘন কুয়াশা দেখা নেই সূর্যের- জামালপুরের মাদারগঞ্জে নতুন গ্যাস কূপ খননের কাজ শুরু জাতীয় যুবজোট কেন্দ্রীয় সংসদের সাধারন সভায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মুক্তির দাবী সাঘাটায় ভুল চিকিৎসায় প্রসূতি মা ও নবজাতকের মৃত্যু – বিচারের দাবি ভূক্তভোগী পরিবারের টঙ্গীতে বারাকা ফ্যাশন লিঃ কারখানায় টিফিন খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব নাসির আহমদ শাহিনের পক্ষ থেকে অনূর্ধ্ব ১৪ ক্রিকেট দলের খেলোয়াড় ও অফিসিয়ালদের আপার প্রদান লক্ষ্মীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন চট্টগ্রামে সাড়ে ৭ লাখ টাকার বিদেশি সিগারেটসহ যুবক গ্রেপ্তার চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা
রাত আকেলি হ্যায়’র পোস্টার ছবি: সংগৃহীত

বর্তমানে কম বাজেটের সিনেমা অনলাইনে মুক্তিই ভালো!

ডিটেকটিভ বিনোদন ডেস্কঃ

রাত আকেলি হ্যায়’র পোস্টার ছবি: সংগৃহীত

বর্তমানে অনলাইন প্লাটফর্মে সিনেমা মুক্তি যেন আরো বেশি জনপ্রিয় হয়েছে।কেননা দীর্ঘদিন যাবত বন্ধ রয়েছে বিশ্বের প্রায় সব প্রেক্ষাগৃহ। ফলে মুক্তি অপেক্ষায় থাকা সিনেমা গুলো মুক্তি পাচ্ছে ওটিটি প্লাটটফর্মে।সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকী ও রাধিকা আপ্তে অভিনীত ছবি ‘রাত আকেলি হ্যায়’।যার গল্পটি টানছে অধিকাংশ দর্শকদেরই।কম বাজেটের সিনেমা হওয়া স্বত্ত্বেও যেন কোন অংশে ছাপ পড়েনি এর কাহিনীতে।এ বিষয়ে বলিউড হাঙ্গামাতে দেওয়া এক সাক্ষাতকারে নওয়াজ উদ্দিন সিদ্দিকী জানান, সিনেমা যদি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয় তবে সেক্ষেত্রে এর বাজেট ১০০-১৫০কোটি রুপি হওয়া জরুরি। তবে অনলাইনে মুক্তি দেবার জন্য সিনেমার বাজেট তেমন জরুরি না। প্রেক্ষাগৃহে ভাল এবং স্বল্প বাজেটের ছবিগুলি তেমন স্ক্রিন পায় না এবং পেলেও সেটি সকাল ১১টা কিংবা রাত ১১ টার শো পায়। তবে অনলাইনের ক্ষেত্রে সেটি হয় না।এ কারণেই নওয়াজ মনে করেন যেকোন বাজেটের সিনেমার জন্য এখন অনলাইন প্লাটফর্ম জনপ্রিয়।তবে কম বাজেটের ছবির জন্য অনলাইনই উত্তম!

প্রাইভেট ডিটেকটিভ/৪ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর