ডিটেকটিভ নিউজ ডেস্ক
চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় একটি বাস থেকে এক লাখ ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মিমতানুর রহমান জানান, গতকাল রোববার সকালে বহদ্দারহাট ফ্লাইওভার এলাকায় রিলাক্স পরিবহনের একটি বাস থেকে ওই তিনজনকে আটক করা হয়। এরা হলেন- মো. রনি (৩৫), সোহেল (৩৫) ও আষাঢ় (১৯)।
মিমতানুর রহমান বলেন, গোপন খবরের ভিত্তিতে ওই বাস থেকে তিনজনকে আটক করেন তারা। পরে তল্লাশি চালিয়ে এক লাখ ইয়াবা পাওয়া যায়। এ বিষয়ে পরে গণমাধ্যমে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান এই র্যাব কর্মকর্তা।