মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ
অভিনেতা আজম খানের আটটি নাটক এবার ঈদে প্রচারিত হচ্ছে।নাটকগুলো হলো- ছাপ্পড় ফাইরা দিসে, মনে মনে, অবাক প্রেম, ঈদ মুবারক, বলো তারে, এ সুইট লাভ স্টোরি, মন কি যে চায় বলো, এ ডে উইথয়াউট এ ফোন। সবগুলো নাটকের শুটিংই ‘লকডাউনে’র শেষ হয়েছে।ঈদের নাটক নিয়ে আজম খান বলেন, বছরটা শুরু হয়েছিল অনেক ব্যস্ততা নিয়ে।১৭ মার্চ পর্যন্ত বেশ কিছু নাটক ও টেলিফিল্মে কাজ করে। কিন্তু ঈদের কাজের প্রস্তুতি যখন নিচ্ছিলাম, ঠিক তখনই প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব এবং শুরু হলো লকডাউন।১৮ মার্চ থেকে আর কোনো কাজই হয়নি।২৬ মার্চ থেকে বাসাতেই আছি।আজম খান বলেন, বছরের শুরুতেই যেসব কাজ করেছি সেগুলো থেকে ৮টা নাটক থাকছে বিভিন্ন টিভি চ্যানেলের ঈদ অনুষ্ঠানমালায়।
ডিটেকটিভ/২৫ মে ২০২০/ইকবাল