হিলি স্থলবন্দরে এক সপ্তাহের ব্যবধানে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ
মোকছেদুল মমিন মোয়াজ্জেম হিলি থেকে
গত এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের উত্তাপ ছড়িয়েছে বাজারে। খুচরা বাজারে প্রতি কেজি যে কাঁচামরিচ ৫০-৬০ টাকায় বিক্রি হয়েছে, এখন তা বেড়ে দ্বিগুণ হয়েছে। বর্তমানে হিলি স্থলবন্দরের মোকামে ভারত থেকে আমদানি করা হাইব্রীড জাতের প্রতি কেজি কাঁচামরিচ মানভেদে পাইকারি বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকায়। তবে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৬০-১৭০ টাকায়। আবার এই কাঁচামরিচ ঢাকা, সিরাজগঞ্জ, চট্টগ্রামে ২২০ টাকার উপরে বিক্রি হচ্ছে। প্রতিদিন হিলি স্থলবন্দর দিয়ে গড়ে প্রায় ৬০ মেট্রিকটন কাঁচামরিচ আমদানি করা হচ্ছে।
বন্দরের আমদানিকারক ব্যবসায়িরা জানান, সাম্প্রতিক বন্যায় ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয় কাঁচামরিচের চাষ। এতে দেশে পর্যায়ক্রমে সংকট সৃষ্টি হলে বাজারে সরবরাহ কমে আসে। ফলে বাড়তে থাকে দাম। এ অবস্থায় কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণ সহ সরবরাহ স্বাভাবিক রাখতে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি শুরু করেন স্থানিয় ব্যবসায়িরা।