ডোকলামে মোতায়েন রয়েছে ১০০০ চীনা সেনা
ডিটেকটিভ নিউজ ডেস্ক
চীন ও ভারতের মধ্যে ডোকলাম সীমান্ত নিয়ে অচলাবস্থা দূর হওয়ার কয়েক সপ্তাহ পরেও ওই এলাকায় চীন গণমুক্তি ফৌজ বা পিএলএ’র প্রায় ১০০০ সেনা মোতায়েন রয়েছে। গত গ্রীষ্মে যে এলাকা নিয়ে দেশ দু’টির মধ্যে অচলাবস্থা দেখা দিয়েছিল তার চেয়ে এক হাজার ফুটেরও কম দূরত্বে মোতায়েন রয়েছে পিএলএ সেনারা।
বেইজিংভিত্তিক সেনা বিশেষজ্ঞ ঝাও চেনমিং সাউথ চায়না মনিং পোস্টকে এ তথ্য দিয়েছেন। তিনি বলেন, ওই এলাকার চীনা ঘাঁটি গোলযোগপূর্ণ এলাকা থেকে বেশি দূরে নয়। ঘাঁটিতে কয়েকশ চীনা সেনা রয়েছে বলেও জানান তিনি।
ওই এলাকায় চীনা সেনাদের দায়িত্ব পালন নিয়েও কথা বলেন তিনি। তিনি জানান, ওই এলাকায় চীনা সেনাদের সড়ক তৈরিসহ অনেক কিছুই করার আছে। বরফ পড়া শুরু হওয়ার আগেই ওরকম দায়িত্বই হয়ত তারা পালন করছে বলে জানান তিনি।