কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকে:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রাজাপুর উচ্চ বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রথম দিন বৃহস্পতিবার (০৫ মার্চ) সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন অবমুক্তকরণ, মশাল প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এবং নওয়াব আব্দুল লতিফ ট্রাস্টের ট্রাস্টি নওয়াবজাদা এ এফ এম আব্দুর রহমান (ফজল এ রহমান)।বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ শাহিনুর আলমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রহিম, চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান লিটু এবং চতুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম এম কামরুল হাসান। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম নাজমুল হক। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।এছাড়া, একই দিন সকালে শাহ্ জাফর টেকনিক্যাল কলেজ এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট প্রাঙ্গণে দিনব্যাপী বার্ষিক ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার সকালে কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা অবমুক্ত করণ, মশাল প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক অতুল সরকার। উপজেলা নির্বাহী অফিসার এবং কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ঝোটন চন্দের সভাপতিত্বে এবং কলেজের অধ্যক্ষ ও সাংবাদিক মো. লিয়াকত হোসেন লিটনের সার্বিক তত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রহিম এবং চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান লিটু। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ৬ মার্চ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রাইভেট ডিটেকটিভ/৫ মার্চ ২০২০/ইকবাল