-
- খেলাধুলা, সারাদেশে
- সিলেটের বালাগঞ্জের কৃতিসন্তান তানজিম হাসান সাকিব বিশ্বজয় করে প্রথম বারের মতো পা রাখলো সিলেটে
- আপডেট সময় February, 13, 2020, 4:29 pm
- 259 বার পড়া হয়েছে
রিপন মিয়া,মৌলভীবাজার সদর প্রতিনিধিঃ
বিশ্বকাপ জয়ী তানজিম হাসান সাকিব সিলেটে।
ভারত পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার অনন্য অবদান রাখা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার, সিলেটের বালাগঞ্জের কৃতিসন্তান তানজিম হাসান সাকিব বিশ্বজয় করে প্রথমবারের মতো পা রাখলো সিলেটে।
বৃহস্পতিবার দুপুর দেড়টায় সিলেট ওসমানী বিমানবন্দরে বাংলাদেশ বেসরকারি বিমানের একটি ফ্লাইটে এসে পৌঁছেন সাকিব।
এসময় তাকে বরণ করতে সেখানে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী কয়েস।
আরো উপস্থিত ছিলেন সাকিবের বাবা গৌস আলী ও মা সেলিনা পারভিন,মামা তোফায়েল আহমেদ এ আমিরুল ইসলাম সাহেদ,শাহ গোলজার আহমেদ,শামীম আহমদ সলিম সহ অন্যান্য সদস্য, আত্মীয়-স্বজন এবং ভক্তবৃন্দ।
এসময় সাকিবকে ফুল দিয়ে বরণ করে নেন উপস্থিত সবাই।
প্রাইভেট ডিটেকটিভ/১৩ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল
এ জাতীয় আরো খবর