January 17, 2025, 6:05 am

সংবাদ শিরোনাম
শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ

গুঞ্জন সত্যি হলো মিস ওয়ার্ল্ডকে নিয়ে

গুঞ্জন সত্যি হলো মিস ওয়ার্ল্ডকে নিয়ে

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

সাবেক মিস ওয়ার্ল্ড মানশি চিল্লার। অনেক দিন থেকেই গুঞ্জন উড়ছিলÑ ঐশ্বরিয়া রাই, সুস্মিতা সেন, প্রিয়াঙ্কা চোপড়ার মতো সুন্দরী প্রতিযোগিতায় মুকুট জিতে তিনিও বলিউডে পা রাখছেন। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস রাজা পৃথ্বীরাজ চৌহানকে নিয়ে সিনেমা নির্মাণ করছে। এই সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধবেন ২০১৭ সালের ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জয়ী মানশি। তার চরিত্রের নাম সংযুক্তা। পৃথ্বিরাজ নামের এই সিনেমা পরিচালনা করবেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদি। এর আগে চাণক্যকে নিয়ে ভারতীয় টিভি ধারাবাহিক এবং একাধিক পুরস্কার জয়ী সিনেমা পিঞ্জর পরিচালনা করেছেন। তিনি বলেন, আমরা অনেক নতুন মুখের অডিশন নিয়েছি। আমাদের একজন রূপবতী ভারতীয় নায়িকা দরকার ছিল। কারণ সংযুক্তা শুধু একজন রূপবতী নারীই নয়, তিনি বেশ আত্মবিশ্বাসী ছিলেন। এই ধরনের ব্যক্তিত্বের সঙ্গে মিল রয়েছে এমন কাউকে আমরা চাইছিলাম এবং মানশিকে পেয়েছি। তিনি একাধিকবার অডিশন দিয়েছেন। আমরা তার ব্যাপারে নিশ্চিত হতে চেয়েছিলাম এবং প্রতিবারই তিনি বাজিমাত করেছেন। এরপর থেকে তিনি সপ্তাহে ছয়দিন রিহার্সেল করছেন এবং গত ৯ মাস যশ রাজ ফিল্মসের তত্ত্বাবধায়নে প্রশিক্ষণ নিচ্ছেন। মানশি বলেন, যশ রাজ ফিল্মসের মতো প্রযোজনা প্রতিষ্ঠানের নায়িকা হিসেবে সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি। এই পথচলায় যা শিখছি তা নিয়ে বেশ উচ্ছ্বসিত। এখন পর্যন্ত আমার জীবন সত্যিই স্বপ্নের মতো কাটছে। মিস ইন্ডিয়ার পর মিস ওয়ার্ল্ড খেতাব জেতা এবং এরপর এত বড় প্রতিষ্ঠানের হয়ে বলিউডে অভিষেক সত্যিই আমার জীবনের অনেক বড় ব্যাপার। রাজকুমারী সংযুক্তা চরিত্রে অভিনয় সত্যিই অনেক বড় দায়িত্ব। তার চরিত্রটি যথাযথ ফুটিয়ে তোলার সর্বাত্মক চেষ্টা করব। ২০২০ সালে দীপাবলি উপলক্ষে পৃথ্বিরাজ সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর