October 9, 2024, 10:29 am

সংবাদ শিরোনাম
আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন

এবার ঝাড়খণ্ডে বেকায়দায় বিজেপি

এবার ঝাড়খণ্ডে বেকায়দায় বিজেপি

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

সম্প্রতি জোট ছাড়ার ঘোষণা দিয়েছে এনডিএ-র অন্যতম শরিক দল শিবসেনা। মহারাষ্ট্রের এই ধাক্কা সামলে ওঠার আগেই ফের ধাক্কা খেলো ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। আগামী ৩০ তারিখ ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভা ভোটে লোক জনশক্তি পার্টি, এলজেপি একাই ৫০টি আসনে লড়বে বলে ঘোষণা দিয়েচে। মঙ্গলবার এক টুইট বার্তায় এ ঘোষণা দেন দলটির সভাপতি রামবিলাস পাসোয়ানের ছেলে চিরাগ পাসোয়ান।

 

এর আগে প্রাথমিকভাবে বিজেপির কাছে জারমুন্ডি, হুসেনাবাদ, বরকাগাঁও, নালা, লাতেহার এবং পাঙ্কি এ ৬টি আসন চেয়েছিল এলজেপি। কিন্তু এ নিয়ে আলোচনার মাঝেই এলজেপির ৫০টি আসনে নির্বাচন করার সিদ্ধান্তে সংকটে পড়ল বিজেপি।

 

শুধু তাই নয় বিজেপির তাদের আরেক শরিক দল অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন (এজেএসইউ) এবারের বিধানসভা নির্বাচনে ১৯টি আসন দাবি করেছে। কিন্তু ৯টির বেশি আসন দিতে রাজি নয় বিজেপি। এ নিয়েও তৈরি হয়েছে কিছুটা ধোঁয়াশা।

 

বিজেপি আগে থেকেই চক্রধরপুরের প্রার্থী হিসেবে ঝাড়খণ্ড প্রদেশের বিজেপির সভাপতি  লক্ষ্মণ গিলুয়ার নাম ঘোষণা দিয়ে রেখেছে। কিন্তু শরকিদল এজেএসইউও একই আসনে তাদের প্রার্থীর নামও ঘোষণা করেছে। এ আসন ছাড়াও প্রথম দফায় মোট ১২টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে এজেএসইউ। এর মধ্যে সিন্দ্রি, সিমারিয়া, মান্ডুতেও প্রার্থী দিয়েছে বিজেপি। এ বিষয়ে বিজেপি আলোচনায় বসতে চাইলে এজেএসইউ সাফ জানিয়ে দিয়েছে ১৯টি আসনেই লড়তে চায় তারা।

 

বিগত ২০১৪ সালের নির্বাচনে বিজেপি ৭২টি আসনে লড়ে জিতেছিলো ৩৭টিতে। এজেএসইউ ৮ আসনে লড়ে জয় পেয়েছিলো ৫টিতে। এলজেপি একটিমাত্র আসনে লড়াই করে হেরে যায়।

 

কংগ্রেস এবার ঝাড়খণ্ডে মোট ৩১টি আসনে লড়তে পারে। এছাড়া তাদের শরিক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) ৪৩টিতে এবং রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) বাকি আসনগুলিতে লড়বে।

 

গতবার ৬২টি আসনে লড়ে কংগ্রেস জিতেছিল মাত্র ৬টিতে , আর জেএমএম ১৯টিতে। অন্যদিকে আরজেডি একটি আসনও জেতেনি।

Share Button

     এ জাতীয় আরো খবর