January 17, 2025, 5:43 am

সংবাদ শিরোনাম
শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ
 সঙ্গীত সম্রাট এন্ড্রু কিশোর।

সঙ্গীত সম্রাট এন্ড্রু কিশোরের শুভ জন্মদিন

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

সঙ্গীত সম্রাট এন্ড্রু কিশোর।

গতকাল ৩ নভেম্বর রোববার প্লেব্যাক সম্রাটখ্যাত এন্ড্রু কিশোরের জন্মদিন পালন করা হয়েছে  । পারিবারিক আবহে এই দিনটি তিনি উদযাপন করেন।এ প্রসঙ্গে এন্ড্রু কিশোর প্রাইভেট ডিটেকটিভকে  বলেন, আমার জন্মদিন বরাবরই আমি ভুলে যাই। বিয়ের আগে মা স্মরণ করিয়ে দিতো, জন্মদিনের শুভেচ্ছা জানাতো। এখন বউ স্মরণ করিয়ে দেয়। রাতে কেক এনে আমাকে চমকে দেয়। অনেক সময় কাজের প্রযোজনে দেশের বাইরে থাকি। তখন বউ, ছেলেমেয়েরা মিলে কেক কাটে। তবে দেশে থাকলে পারিবারিক আবহে খুব সাধারণভাবে জন্মদিন উদযাপন করি।কাজের বিষয়ে তিনি জানান, প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক’র কথায় আলম খানের সুর-সঙ্গীতে আমার গাওয়া ‘ফুলের গন্ধের মতো’ শিরোনামের গানটি অচিরেই প্রযোজনা প্রতিষ্ঠান ‘সঙ্গীতা’ থেকে ভিডিও আকারে প্রকাশ পাচ্ছে। বর্তমানে গানটির ভিডিও’র কাজ চলছে।এন্ড্রু কিশোর বেশ কয়েকটি ভাষায় গান করেছেন। তার সবচেয়ে জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’, ‘আমার বুকের মধ্যেখানে’ প্রভৃতি উল্লেখযোগ্য।বাংলা চলচ্চিত্রের গানে অবদানের জন্য তিনি আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়াও তিনি দেশ-বিদেশের বহু আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন।

প্রাইভেট ডিটেকটিভ/৪নভেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর