মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদের সঙ্গে দেখা করেছেন ক্রিকেট থেকে এক বছরের নির্বাসনে থাকা সাকিব আল হাসান। গতকাল ৩ নভেম্বর ২০১৯ রবিবার সকাল পৌনে ১১টার দিকে হঠাৎ করেই দুদক কার্যালয়ে হাজির হন সাকিব। এ সময় তাকে প্রধান ফটকে স্বাগত জানান সংস্থাটির পরিচালক নাসিম আনোয়ার।জুয়াড়ির প্রস্তাব গোপন রাখার অভিযোগে গত ২৯ অক্টোবর সাকিবকে নিষিদ্ধ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ভারত সফরে তাই দলের সঙ্গে যেতে পারেননি দুদকের এই শুভেচ্ছা দূত। শুধু তাই নয়, বিশ্বসেরা এই অলরাউন্ডার ২০২০ সালের ২৯ অক্টোবর পর্যন্ত কোনো ধরনের ক্রিকেট মাঠে নামতে পারবেন না।সাকিবের দুদকে আসার কারণ জানতে চাইলে সংস্থার জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বলেন, ‘তিনি ২০১৮ সাল থেকে দুদকের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন। পূর্বনির্ধারিত একটি বিষয়ে চেয়ারম্যানের সঙ্গে আলোচনার জন্য তিনি এসেছিলেন।’ দুদক কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান বলেন, ‘তিনি (সাকিব) আমাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য এসেছিলেন।’ ক্রিকেটে নিষিদ্ধ থাকায় তিনি শুভেচ্ছা দূত থাকতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ‘সেটি আমরা কাগজপত্র দেখে নেব, তার এ পর্যায়ে কোনো সমস্যা আছে কিনা। আমি মনে করি, সাকিব একজন প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন। তাকে নিয়ে এর বেশি কিছু বলা ঠিক নয়।এ দিকে কর্মকর্তারা জানিয়েছেন, দুদকে আসার পর সাকিবকে পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়। তবে সাংবাদিকদের সামনে পড়লেও তিনি কোনো কথা বলেননি। প্রায় ঘণ্টাখানেক অবস্থান করে বেরিয়ে যান।
প্রাইভেট ডিটেকটিভ/৪নভেম্বর ২০১৯/ইকবাল