October 11, 2024, 6:11 am

সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গলের রিসোর্ট থেকে অতিরিক্ত সচিবের মৃতদেহ উদ্ধার রংপুরে দলীয় পরিচয়ে নিয়োগ পাওয়া টিসিবি ডিলারদের অনেকেই পলাতক থাকায়,পণ্য বিক্রয়ে অচলাবস্থা নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা সংশোধন করিতে হবে – পর্ব ৯ আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪)

ফিলিপিন্সে বন্দুকধারী ভেবে পুলিশের গুলি, নিহত ২

ফিলিপিন্সে বন্দুকধারী ভেবে পুলিশের গুলি, নিহত ২

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

আহত এক নারীকে নিয়ে দ্রুতগতিতে হাসপাতালে যাচ্ছিল একটি গাড়ি। বন্দুকধারীরা পালিয়ে যাচ্ছে ভেবে ফিলিপিন্স পুলিশ ওই গাড়িতে গুলি চালালে দুইজন নিহত হয়।

পুলিশের দাবি, গোলাগুলির খবর পেয়েই তারা ঘটনাস্থলে গিয়েছিল।

শুক্রবার রাজধানী ম্যানিলার মানদালিউইয়ং এলাকায় পুলিশের ‘ভুল করে গুলি চালানোর’ এ ঘটনা ঘটে বলে বিবিসি জানিয়েছে।

পুলিশের গুলিতে গাড়িতে থাকা চার আরোহীই আহত হন।

গুলিবিদ্ধ চারজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে আহত নারী এবং আরও একজন মারা যান। বাকি দুইজনের চিকিৎসা চলছে।

ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদরিগো দুতের্তের শুরু করা ‘মাদকবিরোধী যুদ্ধে’ পুলিশের হাতে বিচারবহির্ভূত এসব হত্যাকা- নিয়ে আন্তর্জাতিক মহলের তীব্র সমালোচনা চলছে।

তার মধ্যেই বন্দুকধারী ভেবে আহতের গাড়িতে গুলি চালানোর এ ঘটনা ঘটলো।

এ ঘটনার সঙ্গে জড়িত ১০ পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।

অব্যাহতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে স্থানীয় পুলিশপ্রধানও রয়েছেন।

পুলিশের জ্যেষ্ঠ পরিদর্শক মোইসেস ভিলাকেরান বলেন,  স্থানীয় অধিবাসীদের মধ্যে বাকবিতণ্ডার জেরে গোলাগুলি শুরুর খবর পেয়ে তারা মানদালিউইয়ং এলাকায় যান।

“ওই গোলাগুলিতেই আহত এক নারীকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পুলিশ গাড়িটি লক্ষ্য করে গুলি চালায়।”

 

 

 

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর