January 17, 2025, 9:19 pm

সংবাদ শিরোনাম
সম্ভাবনার নতুন দ্বার ‘বাউ মুরগি’, চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন

সকাল-সন্ধ্যা ভাঙা পা নিয়ে শুটিং করেছি

সকাল-সন্ধ্যা ভাঙা পা নিয়ে শুটিং করেছি

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

নাচের শুটিং করতে গিয়ে পা ভেঙে ফেলেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। তাই বলে তো আর শুটিং বন্ধ রাখা যায় না। ভাঙা পা নিয়েই কাজ করেছেন তিনি। ‘ড্রাইভ’ ছবির ‘কর্মা’ গানের শুটিংয়ে অসুস্থ শরীরে ড্যান্স করতে গিয়ে অজ্ঞান হয়ে যান জ্যাকুলিন। শুধু তাই নয়, ভেঙেছে তার পা-ও। তবে এই অবস্থায় নিজের পেশাদার জায়গা থেকে সিনেমার অ্যাকশন দৃশ্যেও দিনরাত শুটিং করেছেন জ্যাকুলিন। তার কাজে নায়িকার ওপর বেজায় খুশিও ছিলেন ছবির পরিচালক তরুণ মানসুখানি। জ্যাকুলিন বলেন, ‘ভাঙা পা নিয়ে সকাল-সন্ধ্যা শুটিং করেছি। পায়ে প্রচণ্ড ব্যথা ছিল। কিন্তু শুটিং বন্ধ থাকলে এটি প্রোডাকশনের তি হতো। তাই কষ্ট করে হলেও কাজটি শেষ করেছি। এত কষ্টের পর এখন পর্দায় এই গানে নিজেকে দেখার জন্য অপোয় রয়েছি। জ্যাকুলিন ফার্নান্দেজ ও সুশান্ত সিং রাজপুতের নতুন ছবি ‘ড্রাইভ’-এর প্রথম গান মুক্তি পেয়েছে। ছবিটি সিনেমা হলে মুক্তির পর নভেম্বরের শুরুর দিকে ওয়েব প্লাটফর্ম নেটফিক্সেও মুক্তি পাবে। ছবির প্রথম গানের নাম ‘মাখনা’। ভিডিওটি একটি ট্যুরের মতো করে শুট করা হয়েছে। রয়েছেন বিক্রম জিৎ বীর্ক ও স্বপ্না পাবিধও। মজার কোলাজে ইসরায়েলে ছুটি কাটাতে যাওয়ার পটভূমিতে ভিডিওটি করা হয়েছে। করণ জোহরের প্রযোজনায় এই ছবিটি পরিচালনা করছেন তরুণ মনসুখানি। এ ছাড়া সিনেমার গল্পটিও তার লেখা।

Share Button

     এ জাতীয় আরো খবর