প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লিসার গান
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন। এ উপলক্ষে ‘সে যে আমার শেখ হাসিনা’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী লিসা কালাম। গানটির কথা লিখেছেন ওসমান শওকত। সুর ও সংগীতায়োজন করেছেন মো. শাহনেওয়াজ। পুরো গানের মূল ভাবনা বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের। গানটিতে শেখ হাসিনার নেতৃত্ব, দেশের উন্নয়ন ও তার সাফল্যের নানাদিক তুলে ধরা হয়েছে। গান প্রসঙ্গে লিসা কালাম বলেন, শেখ হাসিনা আমাদের প্রাণের নেত্রী। তার নেতৃত্বে আমাদের দেশ অনেক এগিয়েছে। পুরো দেশে উন্নয়নের জোয়ার বইছে। তার মতো মহান নেত্রীকে নিয়ে গান গাইতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। আমার এই গান তার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। মুক্তিযোদ্ধা আবুল কালাম বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করে আমরা দেশটা স্বাধীন করেছি। তারই কন্যা শেখ হাসিনা এখন সফলভাবে দেশ পরিচালনা করছেন। তাকে নিয়ে একটি গানের আয়োজন করতে পেরেছি, এটা আমার জন্য পরম পাওয়া। আমার বিশ্বাস, গানটি মানুষের পছন্দ হবে। দেশের শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ থেকে আজ শনিবার মুক্তি পাবে গানটি।