January 13, 2025, 10:47 pm

সংবাদ শিরোনাম

মৌলভীবাজার আজাদ বখত স্কুল এন্ড কলেজে মিড ডে মিল চালু করা হয়েছে

রিপন মিয়া,মৌলভীবাজা সদর প্রতিনিধিঃ
মৌলভীবাজার সদর শেরপুরে শিক্ষার মন উন্নয়নে স্কুলে ফিডিং নীতিমালার আওতায় আজাদ বখত স্কুলও কলেজে মিড ডে মিল চালু করা হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) বিদ্যালয়ে ক্লাস রুমে মিড ডে  মিলের আয়োজন করা হয়েছে। উক্ত দিন থেকে মিড ডের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন উক্ত প্রতিষ্টানের সহকারী প্রধান শিক্ষক শিহাবুর রহমান,উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃশিহাবুর রহমান মোঃআশরাফ আলী ও অন্যান্য শিক্ষক বৃন্দ,ছাত্র,ছাত্রী। এদিকে মিড ডে চালু হওয়া শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসহ উদ্দিপনা বিরাজ করতে দেখা যায়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে বলে মনে করছেন শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সংসদ্য বৃন্দ।
প্রাইভেট ডিটেকটিভ/২৫ সেপ্টেম্বর ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর