মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ
নাটোরের সিংড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডে ৫ টি দোকান পুড়ে ভুস্মিভূত হয়েছে। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, ফারুক হোসেন, সেন্টু আলী, মফিজ উদ্দিন, বাবলু প্রাং, মোহাম্মদ আলী। সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০ টার দিকে শেরকোল ইউনিয়নের শিববাড়ি বাজারে এ ঘটনা ঘটে।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সরেজমিন পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো ও শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, সোমবার রাতে দোকান বন্ধ করে সবাই বাড়িতে চলে যায়, রাত ১০ টার দিকে খবর পেয়ে স্থানীয় জনগনসহ আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে পরে খবর পেয়ে চৌগ্রাম ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু তার আগেই ৫ টি দোকান পুরে ভুস্মিভূত হয়।শিববাড়ি বাজার কমিটির সভাপতি আব্দুল জলিল সরদার জানান, আগুনে পুড়ে ৫ জন ব্যবসায়ী নি:স্ব হয়ে পড়েছে। সরকারী ভাবে সহযোগিতা না পেলে তারা পথে বসবে।ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়া হয়। ৫ টি দোকান পুড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো জানান, ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করা হয়েছে, সরকারী ভাবে সহায়তা করা হবে।
প্রাইভেট ডিটেকটিভ/২৪ সেপ্টেম্বর ২০১৯/ইকবাল