-
- সারাদেশে
- গোয়াইনঘাট ভেটেরিনারি হাসপাতাল পরিদর্শনে ভাইস চেয়ারম্যান কয়েছ
- আপডেট সময় September, 18, 2019, 10:59 pm
- 247 বার পড়া হয়েছে
আবু তালহা তুফায়েল :
গত ১৬ সেপ্টেম্বর (সোমবার) দুপুর ১২টায় গোয়াইনঘাট উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতাল পরিদর্শন করেন গোয়াইনঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া।পরিদর্শনের পর তিনি প্রতিবেদককে জানান, গোয়াইনঘাট উপজেলা হচ্ছে সীমান্তবর্তী এলাকা ও আয়তনে বাংলাদেশের সবচে বড় উপজেলা। এ অঞ্চলের অধিকাংশের অধিক লোকজন গবাদিপশু পালে। অর্থাৎ দেশীয় গরু, মহিষ, ভেড়া, ছাগলসহ বিভিন্ন ধরণের গবাদিপশু পালে। তাই গবাদিপশুর চিকিৎসার জন্য উপজেলায় ১টি প্রাণীসম্পদ ও ও ভেটেরিনারি হাসপাতাল (পশু হাসপাতাল) রয়েছে।সেখানে সর্বমোট ১১জন কর্মকর্তা রয়েছে। কিন্তু পরিদর্শনে বুঝা যায় যে সবাই প্রতিদিন উপস্থিত থাকেনা। পরিদর্শনের দিন ১১জন কর্মকর্তাদের মধ্যে অফিস সহকারী লাবনী বিশ্বাস, মনির উদ্দিনসহ ৩ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এবং ৮টি পদ শূন্য রয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/১৮ সেপ্টেম্বর ২০১৯/ইকবাল
এ জাতীয় আরো খবর