-
- অপরাধ, রাজনীতি, সারাদেশে
- ছাত্রলীগ নেতা মোঃ রাকিব এখন জেল হাজতে
- আপডেট সময় September, 18, 2019, 7:15 pm
- 216 বার পড়া হয়েছে
মিথুন,পাটগ্রাম (লালমনির হাট) প্রতিনিধিঃ

বাংলা এবং বাঙালির প্রায় সাত দশকের সংগ্রাম, গৌরব এবং সাহসের সারথী বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশের ইতিহাস আর ঐতিহ্যের গর্বিত অংশিদার এই ছাত্র সংগঠনটি। জাতির ইতিহাসের প্রায় প্রতিটি অধ্যায়েই রয়েছে ছাত্রলীগের প্রত্যক্ষ ভূমিকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ এদেশের মানুষকে লাল সবুজের একটি পতাকা, ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’- জাতীয় সঙ্গীত, ও স্বাধীন ভূখ-ের বাংলাদেশ উপহার দিয়েছে। জগতবের ইউনিয়নের পর্ব জগতবের মৃত তফুর উদ্দিনের ছেলে মোঃ রাকিব (২৮) বর্তমানে জগতবের ইউনিয়ানের ছাত্রলীগের সাধারন সম্পাদক তিনি ১০সেপ্টেম্বর দুপুর ১২ঘটিকায় মোটরসাইকেল যোগে রংপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে লালমনির হাট বুড়িমাড়ি মহাসরকের পুরাতন পেট্রোল পাম সংলগ্ননের ট্রাফিকপুলিশ চেকপোস্ট এলাকায় ট্রাফিক পুলিশ তাকে থামার জন্যে সংকেত দেয়। মোঃরাকিব সংকেত কে তোয়াক্কা না করে মোটর সাইকেল দূরত গতিতে চালিয়ে যায়। দায়িত্বে থাকা ট্রাফিক তাকে সন্দেহ বশত তল্লাশি করে। সেই সময় তার পকেটে চোলাই মদ পাওয়া যায়, তাকে গ্রেফতার করা হয়। বাংলাদেশ ছাত্রলীগ পাটগ্রাম পৌরসভা এবং পাটগ্রাম উপজেলার আট (৮)টি ইউনিয়ানের কমিটি গনের সাথে কথা বলে যানা যায় যে রাকিব কে মাদক দ্রব্য আইনে শাশ্তি দেওয়া হোক। কারন আমাদের দেশ নেত্রী কথা মাদকে এবং মাদক সেবন কারিদের আইনের হাতে তুলে দিতে হবে। এতে সে যত বড়ই নেতা হোক না কেন। তাই মোঃ রাকিব এখন লালমনির হাট জেলে।
প্রাইভেট ডিটেকটিভ/১৮ সেপ্টেম্বর ২০১৯/ইকবাল
এ জাতীয় আরো খবর