আব্দুল্লাহ আল মামুন, বিশেষ প্রতিনিধি:
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মেট্রোপলিটন সেন্টার লিমিটেডের মেইন গেইটের সামনের রাস্তার উপর থেকে গত রবিবার সন্ধ্যার পর মো. নান্নু মিয়া (২৮) ও তালিম হোসেন (২৮) নামের দুই মাদক কারবারিকে আটক করে সিপিসি-৩, র্যাব-১০। এ সময় তাদের দখলে থাকা ১১১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে সিপিসি-৩ সূত্রে জানা যায়। গ্রেফতারকৃত নান্নু মিয়ার পিতা মৃত: ইস্রাফিল মিয়া, সাং- পুলেরঘাট, থানা- কটিয়াদি, জেলা- কিশোরগঞ্জ, বর্তমানে সে মিরপুর মডেল থানাধীন ৬০ ফিট রোডস্থ জনৈক আজিজ মিয়ার টিনসেড বাসার ভাড়াটিয়া এবং তালিম হোসেনের পিতার নাম মৃত: আব্দুর রহমান, সাং- মন্ডলসেন, থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহ বর্তমানে সে একই থানা এলাকার ৪৫৮, ইকবাল রোডেস্থ বাবু মিয়ার বাড়ীর ভাড়াটিয়া মর্মে জানা যায়। আসামীদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/১৮ সেপ্টেম্বর ২০১৯/ইকবাল