July 17, 2025, 7:15 am

সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, গুলিতে নিহত- ৪, শতাধিক আহত গোপালগঞ্জে হামলার প্রতিবাদে জয়পুরহাটে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ উত্তপ্ত গোপালগঞ্জ,১৪৪ধারা জারি জামালপুরে ভারতীয় ৪ লাখ ৭৪ হাজার ব্লেড উদ্ধার, আটক ২ সাংবাদিক স্বপ্না আক্তারের উপর হামলার প্রতিবাদে ডোমারে মানববন্ধন কমলগঞ্জে ময়ূর মিয়া হত্যার রহস্য উদঘাটন:আলামত সহ মূল আসামী গ্রেফতার শেরপুরে সরকারি অফিস আদালতে সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্ত্বা রয়েছে এখনও বলেন হযরত আলী বেনাপোল বন্দরে চাকরির রক্ষায় ঘুষ দাবির অভিযোগ। বিপাকে ১২৯ জন নিরাপত্তা কর্মী মাদারীপুর দরগা শরীফে দুদকের অভিযান ‎ ‎ চার খলিফার লুটপাটে উন্নয়ন বঞ্চিত ছিলো মৌলভীবাজার- এম নাসের রহমান

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় মদ ,বিয়ার, নাসির বিড়ি, গরু, কয়লা এবং বারকী নৌকা আটক

কামাল হোসেন,তাহিরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার বিভিন্ন  সীমান্তে ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অভিযানে  ভারতীয় মদ,বিয়ার, গরু, কয়লাসহ বারকী নৌকা আটক করা করেছে বিজিবি সদস্যরা। সুনামগঞ্জ ব্যাটালিয়ন(২৮ বিজিবি) সূত্রে জানা যায়, চিনাকান্দি বিওপির একটি টহল দল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সীমান্ত পিলার ১২১০/৩-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের শীলডোয়ার নামক স্থান থেকে ১ বোতল ভারতীয় অফিসার চয়েস  মদ এবং ০৮ বোতল বিয়ার আটক করে, যার মূল্য ৩,৫০০ টাকা অপরদিকে বাগানবাড়ী বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১২২৫/৪-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ভাঙ্গারপার নামক স্থান হতে ২১,০০০ পিস (৮৪০ প্যাকেট) ভারতীয় নাসির বিড়ি আটক করে, যার মূল্য ৩৫,৭০০ টাকা।
একই দিনে, লাউরগড় বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১২০৩/১-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী থেকে ১৫০০ কেজি ভারতীয় কয়লাসহ ৩টি বারকী নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ১,৬৯,৫০০ টাকা।এছাড়াও, বাগানবাড়ী বিওপির একটি টহল দল বুধবার (৪ সেপ্টেম্বর) সীমান্ত মেইন পিলার ১২২৬ এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে (জিআর-৫৭৩৮১৮, মানচিত্র ৭৮ও/১২) দোয়ারাবাজার উপজেলার গাছগড়া নামক স্থান হতে ৮টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ২,৪০,০০০ টাকা। সুনামগঞ্জ ব্যাটালিয়ন(২৮ বিজিবি) অধিনায়ক মোঃ মাকসুদুল আলম জানান, আটককৃত ৮টি গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জ কর্তৃক নিলাম কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অপরদিকে, ভারতীয় মদ, বিয়ার ও নাসির বিড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় এবং গরু, কয়লা ও বারকী নৌকা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/০৪ সেপ্টেম্বর ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর