‘যৌন আক্রমন আর না’ এ শ্লোগানকে সামনে রেখে নারীর প্রতি সহিংসতা বন্ধের
দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।‘ওয়েলফেয়ার এফোর্টস’
নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে আজ সকালে শহরের শের-এ বাংলা সড়কের পৌর গোরস্থানের সামনে এ কর্মসূচী পালিত হয়।এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।এসময় বক্তারা, ধর্ষণ, যৌন নির্যাতনসহ নারীর প্রতি সহিংসতা বন্ধের জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
৪০২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ র্যাব-৬
ঝিনাইদহ প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা এলাকা থেকে ৪০২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প। কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস অভিযানিক দল বিশেষ অভিযান চালায়। এসময় দামুড়হুদার ঝাঝাডাঙ্গা এলাকা থেকে হাসান মুন্সী (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪০২ বোতল ফেন্সিডিল। সে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা এলাকার মদনা পশ্চিমপাড়ার মৃত খালেক মুন্সীর ছেলে। পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানায় হস্তান্তর করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দেওয়া হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/০৪ সেপ্টেম্বর ২০১৯/ইকবাল