জাজের স্ট্যান্ডবাজি শ্রদ্ধা কাপুরকে নিয়ে!
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
ফের ‘স্ট্যান্ডবাজি’র অভিযোগ উঠেছে দেশের সবচেয়ে আলোচিত চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার বিরুদ্ধে। হঠাৎ করেই গত ২৯ আগস্ট জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, বাংলাদেশের সিনেমায় কাজ করছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ৮৩ কোটি টাকা বাজেটের ‘মাসুদ রানা’ সিনেমায় অভিনয় করতে দেখা যাবে তাকে। সেই খবর সকাল থেকে দেশের সব গণমাধ্যম বেশ গুরুত্বের সঙ্গে প্রচার করেছে। খবরটি পৌঁছে যায় খোদ শ্রদ্ধা কাপুরের কাছেও। কিন্তু খবরটি ভুয়া বলে মন্তব্য করে শ্রদ্ধার নিজস্ব জনসংযোগ প্রতিষ্ঠান থেকে জানানো হয়, বাংলাদেশের সিনেমায় কাজ করার বিষয়ে কোনো কথা হয়নি তাদের সঙ্গে। এ নিয়ে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যোগাযোগ করলে তারা এখনই এই ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে জাজ মাল্টিমিডিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন, সকালে আমাদের বলা হয় ফেসবুকে শ্রদ্ধা কাপুর ‘মাসুদ রানা’ কাজ করছে এটা জানানোর কথা। আমরা সেটা জানিয়েছি, তবে সিনেমার অন্যতম প্রযোজক যুক্তরাষ্ট্রের হলিউডের সিলভার লাইন শ্রদ্ধার সঙ্গে কথা বলেছেন। তারা এ ব্যাপারে ভালো মন্তব্য করতে পারবে। আমরা আগে তাদের সঙ্গে কথা বলি তারপর এই ব্যাপারে মন্তব্য করতে পারব। ‘মাসুদ রানা’ পরিচালনা করবেন আসিফ আকবর। বাংলাদেশি বংশোদ্ভূত এই পরিচালক হলিউডে ২০০৬ সাল থেকে কাজ করছেন।