January 21, 2025, 8:04 am

সংবাদ শিরোনাম

কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমিতির ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় পটুয়াখালী -৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো.মহিবুবুর রহমান মুহিব এই ভিত্তি প্রস্থর স্থাপন করেন। ভিত্তি প্রস্থর স্থাপন শেষে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। ব্যবসায়ী সমিতির সভাপতি দিদার উদ্দিন মাসুমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, আলহাজ্ব মো.মহিবুবুর রহমান মুহিব এমপি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, কলাপাড়া পৌর সভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, ব্যবসায়ী সমিতি’র সাবেক সভাপতি আলহাজ্ব নুরুল হক মুন্সী। অনুষ্ঠান সঞ্চলয়না করেন ব্যবসায়ী সমিতি’র সাধারণ সম্পাদক মো. ফিরোজ শিকদার। ব্যবসায়ী সমিতির ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে কলাপাড়া পৌর শহরের সকল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

প্রাইভেট ডিটেকটিভ/৩০ আগস্ট ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর