এবার সানিয়া মির্জার চরিত্রে শ্রদ্ধা!
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
শ্রদ্ধা কাপুর এবার সানিয়া মির্জার চরিত্রে অভিনয় করতে চান। ভারতের পেশাদার টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা। তিনি ২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত ভারতীয় টেনিস অঙ্গনে এক নম্বরে অবস্থান করা সর্বোচ্চ রেকর্ডধারী খেলোয়াড়। এখন তিনি একক প্রতিযোগিতা থেকে অবসর নিয়েছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নায়িকা বলেছেন, ‘শুধুমাত্র সানিয়া টেনিস চ্যাম্পিয়ন বলেই নয়, ওর জীবনটা ভীষণ ইন্টারেস্টিং বলে মনে হয় আমার।ভারতীয় গণমাধ্যমের এর আগে ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়ালের বায়োপিকে অভিনয় করার কথা ছিল শ্রদ্ধার। কিন্তু শেষ পর্যন্ত সেই কাজ হাতছাড়া হয় তার। কানাঘুষো শোনা গিয়েছিল, টানা দু’বছর ধরে ব্যাডমিন্টনের প্রশিক্ষণ নেয়ার পরে যে লেভেলে পৌঁছানোর কথা ছিল, শ্রদ্ধা তার অর্ধেকও এগোতে পারেননি। পরে সেই চরিত্রে নেয়া হয় পরিণীতি চোপড়াকে। যদিও সাইনার বায়োপিক হাতছাড়া হয়ে যাওয়া প্রসঙ্গে শ্রদ্ধার জবাব অন্য। তিনি বলেছেন, ‘আমি সাধারণত জীবনে কিছু নিয়ে আক্ষেপ করি না। তবে এটুকু আশা করি যে, ভালো কাজের সুযোগ আমার হাতে আসছে, তা যেন করতে পারি। দুর্ভাগ্যবশত, সাইনার বায়োপিক শুট করার প্রথম দিনেই আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। তারপরে ছবিটার কাজই পিছিয়ে গেল। তার মাঝে রেমো ডি’সুজা আমাকে ‘অ্যানি বডি ক্যান ডান্স টু’র জন্য অফার করলেন। সেটা ছাড়তে পারিনি। ফলে সাইনার বায়োপিকটা ছাড়তেই হলো। তবে সত্যিটা যা-ই হোক, শ্রদ্ধা যে সানিয়া মির্জার চরিত্রে অভিনয় করার জন্য মুখিয়ে রয়েছেন, তা স্পষ্ট। তবে কোনো নির্মাতা বা প্রযোজক তার এই ইচ্ছাকে পূরণ করতে এগিয়ে আসেনি এখনো। বলিউডে প্রীতি জিনতার প্রত্যাবর্তন!কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল আটের দশকের জনপ্রিয় ছবি ‘সত্তে পে সত্তা’র রিমেক বানাচ্ছেন ফারাহ খান। ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় এই ছবিতে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চন ও হেমা মালিনী জুটিকে। কিছুদিন আগে শোনা যাচ্ছিল সত্তে পে সত্তার রিমেকে না কি অমিতাভ-হেমার জায়গায় না কি হৃত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোনকে বেছে নিয়েছেন ফারাহ খান। এবার শোনা যাচ্ছে, এই ছবিতে রঞ্জিতা কউরের চরিত্রে দেখা যেতে পারে প্রীতি জিনতাকে। জি নিউজ বাংলা সূত্রের খবর, ফারহার ‘সত্তে পে সত্তা’র রিমেকের পরিকল্পনা ও রঞ্জিতা কউরের চরিত্রে অভিনয়ের প্রস্তাব ইতোমধ্যেই পৌঁছেছে প্রীতির কাছে। ফারহার এই প্রস্তাবে বেশ খুশি প্রীতি। তবে প্রস্তাবটা তিনি গ্রহণ করবেন কি না তা এখনো জানা যায়নি। তবে প্রীতি যদি সত্যিই ‘সত্তে পে সত্তা’য় অভিনয় করেন তাহলে ২০১৮র ‘ভাইয়াঝি সুপারহিট’ ছবির পর ফের একবার পর্দায় ফিরতে চলেছেন বলিউডের ‘ডিম্পল গার্ল’।