-
- অপরাধ, সারাদেশে
- জৈন্তাপুরে মোবাইল কোর্টের অভিযান,৫ টি মামলা দায়ের,৪২ হাজার টাকা জরিমান
- আপডেট সময় August, 27, 2019, 1:54 pm
- 196 বার পড়া হয়েছে
এম,এম,রুহেল,জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ
গতকাল সোমবার সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিভিন্ন অপরাধ অনিয়মের অভিযোগে মুদি দোকান,হোটেল,করাত কল সহ কয়েকটি প্রতিষ্টানে এক আকস্মিক অভিযান করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মৌরিন করিম। এ সময় তিনি মোবাইল কোর্ট আইনে ধূমপান ও তামাক জাত দ্রব্য ( নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯,অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ অইন, ২০০৩ এর মাধ্যমে উপজেলার বিভিন্ন হাট বাজারে অনিয়ম ও আইন লংঙ্ঘন কারীদের বিরুদ্ধে ৫ টি মামলা দায়ের ও ৪২ হাজার টাকা জরিমানা করেন।এবং পরবর্তী অপরাধের ব্যাপারে সবাইকে সর্থক করেন।
প্রাইভেট ডিটেকটিভ/২৭ আগস্ট ২০১৯/ইকবাল
এ জাতীয় আরো খবর