-
- অপরাধ, সারাদেশে
- নাইক্ষ্যংছড়িতে ওয়ারেন্টভূক্ত পলাতক নারী আসামী আটক
- আপডেট সময় August, 27, 2019, 1:42 pm
- 189 বার পড়া হয়েছে
রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে দীর্ঘদিন ধরে পলাতক ছমিরা আক্তার (২৬) নামের ওয়ারেন্টভূক্ত নারী আসামীকে আটক করেছে পুলিশ।গত ২৬ আগষ্ট সোমবার বেলা সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাইনুদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ ঈদগাঁও থেকে সিএনজি করে বাড়ীতে যাওয়ার পথে বাইশারী বাজার থেকে তাকে আটক করা হয়। আটক ছমিরা আক্তার ইউনিয়নের উত্তর বাইশারী এলাকার শহর মুল্লুকের মেয়ে। আটকের সত্যতা স্বীকার করে বাইশারী তদন্ত কেন্দ্রের সহকারী ইনচার্জ এসআই মাইনুদ্দিন জানান, আটক ছমিরা আক্তারকে গোপন সংবাদে খবর পেয়ে বাইশারী বাজার থেকে আটক করা হয়।তার বিরুদ্ধে বান্দরবান নারী ও শিশু কোর্টে সিআর মামলা রয়েছে। যার নং ০৮/২০১৩ইং। যা পরে ওয়ারেন্ট ইস্যু হয়। তিনি আরো বলেন- আটক ছমিরা আক্তারকে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/২৭ আগস্ট ২০১৯/ইকবাল
এ জাতীয় আরো খবর