আম্বাতি রাইডু আইপিএলে খেলবেন
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে ডাক না হওয়ায় সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন আম্বাতি রাইডু। অনেকটা আবেগের বশে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় মিডল অর্ডার এই ব্যাটসম্যান। বর্তমানে তামিলনাড়ু প্রিমিয়ার লিগে খেলছেন। সেখানেই জানালেন, পুনরায় জাতীয় দলে ফিরতে মুখিয়ে আছেন তিনি। এমনকি আগামি মৌসুমে খেলবেন আইপিএলেও! স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানালেন শুধু আবেগের বশে অবসরের ঘোষণা দেননি তিনি। সঙ্গে ছিল আরও কিছু কারণ, ‘শুধু আবেগপ্রবণ হয়ে এই সিদ্ধান্ত নেইনি। এমনটা বলা ঠিক না। আসলে আমি বিশ্বকাপে জায়গা পেতে চার-পাঁচ বছর অনেক পরিশ্রম করেছি। অবশ্যই এমনটি হলে আপনিও হতাশ হতেন। তাই মনে হয়েছিল এমনটি ভাবার এটাই হয়তো সঠিক সময়। তবে শুধু ডাক না পাওয়ার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করিনি। প্রচুর পরিশ্রম করেও কোনও ফল না পেলে সেখান থেকে সরে যেতে হয়। সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়া রাইডু জানালেন আইপিএলে ফিরবেন তিনি, ‘আমি আনন্দিত যে চেন্নাই সুপার কিংস সব সময়ই আমার প্রতি সমর্থন করে এসেছে। তাদের হয়ে ভালো করেই খেলতে প্রস্তুতি নেবো। আর অবশ্যই আইপিএল খেলবো। একই সঙ্গে জাতীয় পর্যায়ে খেলতেও উন্মুখ তিনি, ‘এ নিয়ে খুব বেশি ভাবিনি। তবে সাদা বলের ক্রিকেটে ফিরতে ভালো করে প্রস্তুতি নেবো আমি। এই খেলাটি খুব ভালোবাসি আমি, অবশ্যই। তাই সামনে এগিয়ে যাবো না কেন? তবে তার আগে ফিট হওয়াটাই প্রধান লক্ষ্য আমার।’