মোশাররফ হোসেন, শেরপুর জেলা প্রতিনিধিঃ
মশার আবাস ধ্বংস করি, ডেঙ্গুমুক্ত দেশ গড়ি- এই স্লোগানে শেরপুরে
জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম ও লিফলেট বিতরণ করেছে শেরপুর জেলা মাল্টিমিডিয়া নামের একটি সংগঠন। আজ সকালে চাপাতলী এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ আতিউর রহমান আতিক।উদ্বোধনী অনুষ্ঠানে শেরপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র এবং শেরপুর জেলা মাল্টিমিডিয়ার প্রধান উপদেষ্টা মোঃ মতিউর রহমান মতি, বর্তমান প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও শেরপুর টাইমসের প্রকাশক আনিসুর রহমান, সংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, জেলা যুবলীগ নেতা মাহমুদ হক বাবু, সাইফুল ইসলাম, শেরপুর টাইমসের ব্যবস্থাপনা সম্পাদক ও নারী নেত্রী সাবিহা জামান শাপলাসহ শেরপুর জেলা মাল্টিমিডিয়ার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।পরে শেরপুর জেলা মাল্টিমিডিয়ার সদস্যবৃন্দ শহরের খরমপুর মোড়, নিউমার্কেট মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে ডেঙ্গু সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে আলোচনা ও লিফলেট বিতরণ করে।
প্রাইভেট ডিটেকটিভ/২১ আগস্ট ২০১৯/ইকবাল