March 18, 2025, 10:48 pm

সংবাদ শিরোনাম
ভোক্তা অধিকার বিরোধী অপরাধে ৪ প্রতিষ্ঠানে অর্থদণ্ড শিশুর গলায় চাকু ধরে যশোরে মাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ যশোরে সন্তানকে জিম্মি করে ধর্ষণ চেষ্টার অভিযুক্ত হাসান আটক রোমন হত্যা মামলার আসামিকে ওসমানী নগর থেকে গ্রেফতার করেছে র্যাব-৯ স্বেচ্ছাসেবকদল নেতা রাজু’র বিরুদ্ধে পরিকল্পিত সংবাদ প্রচার, দলীয় পদ স্থগিত কাজে লাগছে না ৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু চাল কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে জনসাধারনের ফুলবাড়ীতে দুস্থ অসহায়দের নিয়ে অব. সশস্ত্র বাহিনীর ইফতার আয়োজন জয়পুরহাট ক্ষেতলালে ওয়াকফ জমি নিয়ে ভাইকে ফাঁসাতে ‘ভাড়াটে বাদী’ দিয়ে মামলা প্রলোভন দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

কার্যকর বিরোধী দল হিসেবে মাঠে আছি: জি এম কাদের

কার্যকর বিরোধী দল হিসেবে মাঠে আছি: জি এম কাদের

ডিটেকটিভ নিউজ ডেস্ক

জাতীয় পার্টি কার্যকর বিরোধী দল হিসেবে মাঠে আছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, জাতীয় পার্টি সবসময় নিয়মতান্ত্রিক রাজনীতির মাধ্যমে বিরোধী দলের ভূমিকা রাখছে। আমরা সরকারের চোখে আঙুল দিয়ে তাদের ভুল-ত্রুটি ধরিয়ে দেবো। আমরা দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক রাজনীতি করব। গতকাল সোমবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে দলটিতে যোগ দেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সহসভাপতি আবদুস সাত্তার পোদ্দার এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন। এ সময় জি এম কাদের এসব কথা বলেন। দুই বিএনপি নেতাকে স্বাগত জানিয়ে জি এম কাদের বলেন, বাংলাদেশের রাজনীতিতে সরকারকে বাধ্য করা যায় না। বিএনপি যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ তাদের দাবি আদায়ে সরকারকে বাধ্য করতে পারেনি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় বিএনপিও তাদের বাধ্য করতে পারেনি। তাই কথায় কথায় সরকারকে পদত্যাগে বাধ্য করানোর দাবি পূরণ দেশের রাজনীতিতে একেবারেই অসম্ভব।

তিনি বলেন, তাই প্রতিটি দলেরই উচিত কোনো নির্বাচিত সরকারকে রাষ্ট্র পরিচালনার জন্য পাঁচ বছর সময় দেওয়া এবং পরবর্তী নির্বাচনের জন্য নিজেদের দলকে সংগঠিত করা। জাতীয় পার্টি সেই নিয়মতান্ত্রিক রাজনীতিই করছে। এ সময় তৃণমূলে দলকে আরও শক্তিশালী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। ভবিষ্যতে জাতীয় পার্টি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবেÑ এমন আশাবাদ জানিয়ে দলটির চেয়ারম্যান বলেন, বাংলাদেশের রাজনীতিতে বিশাল শুন্যতা বিরাজ করছে। জনসাধারণের দাবি ও ভাষা বোঝেÑ এমন একটি রাজনৈতিক শক্তি খুঁজছে সাধারণ মানুষ। আগামি দিনে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পারলেই জাতীয় পার্টি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে।

এসময় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, সংসদ সদস্য নাজমা আখতার, ভাইস চেয়ারম্যান জহিরুল আলম রুবেল, সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, সুলতান আহমেদ সেলিম, সম্পাদকমণ্ডলীর সদস্য মো. হেলাল উদ্দিন, হারুন অর রশীদ, শাহজাহান মানসুরসহ অন্যরা।

Share Button

     এ জাতীয় আরো খবর