আব্দুস সামাদ আজাদ, সিলেট প্রতিনিধিঃ
শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আ. ন.ম. শফিকুল । সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বৃহস্পতিবার বিকেলে বর্ষীয়ান এ রাজনীতিবীদের মরদেহ নেওয়া হয় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে। এসময় তাকে শেষ শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে।বিকাল সাড়ে ৩টা থেকে সোয়া ৪টা পর্যন্ত মরদেহ রাখা হয় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে। মরদেহ শহীদ মিনারে আনার পর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর একে একে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনতা তাকে শেষ শ্রদ্ধা জানায়।বুধবার বিকাল ৩টা ৩৮ মিনিটে সিলেট নগরীর আল হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে শফিকুল হকের বয়স হয়েছিল (৭৪) বছর। তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ২ ছেলেসহ অসংখ্য আত্বীয়-স্বজন রেখে গেছেন।
প্রাইভেট ডিটেকটিভ/১৫ আগস্ট ২০১৯/ইকবাল