রংপুরের মিঠাপুকুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে নানান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে শোক র্যালী বের হয়ে মিঠাপুকুর কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে এক নিরাবতা পালন,দোয়া ও মোনাজাত করা হয় , এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এইচএন আশিকুর রহমান এমপি,বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার ও উপজেলা নির্বাহী অফিসার মামুন ভূঁইয়াসহ সরকারী-বেসরকারী কর্মকতা,মুক্তিযোদ্ধা,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় আওয়ামীলীগের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্তরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ছবি আঁকা,রচনা ও বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।অন্যদিকে মিঠাপুকুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার নেতৃত্বে বিশাল শোক র্যালি বের করে মিঠাপুকুর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।পরে শাপলা চত্তরে দিনব্যাপী শোক দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়।এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকারসহ প্রমূখ।
প্রাইভেট ডিটেকটিভ/১৫ আগস্ট ২০১৯/ইকবাল