বাবার উবার করে পালাবেন সাবিলা
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
পবিত্র ঈদুল আজহার জন্য নির্মিত হয়েছে নাটক ‘উবার’। নাটকটিতে জুটি হয়ে অভিনয় করেছেন তৌসিফ ও সাবিলা নূর। বাবার চরিত্রে আছেন তারিক আনাম খান। মধ্যবিত্ত পরিবারের গল্প-কথনে নির্মিত এ নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু।
এতে দেখা যাবে। বাবা চাকরি করে সংসার চালান। ভালোভাবেই চলে যায় সংসার। কিন্তু পরিবারের সদস্যদের কোন শখ পূরণ করতে গেলেই বাধে বিপত্তি। তাই বাবা উপার চালান। সেই উবারের গাড়িতেই একদিন ঘটে নাটকীয় ঘটনা। বাবার গাড়িতে করেই প্রেমিককে নিয়ে পালাতে যান সাবিলা নূর। ‘গল্পটি দারুণ। এমন গল্পের নাটকে কাজ করতে সত্যিই ভালো লাগে। একইসঙ্গে পরিচালকের কাজের প্রতিও আমি মুগ্ধ। ঈদের নাটক এটি। বেশ ইমোশনাল একটি গল্প। মধ্যবিত্ত পরিবারের চিত্র ফুটে উঠেছে এতে।’ বলছিলেন তরুণ প্রজন্মের অভিনেত্রী সাবিলা নূর। নাটকটি ঈদে তার সেরা কাজের একটি হবে বলেও মন্তব্য তার। ঈদের চতুর্থ দিন নাটকটি আরটিভিতে রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে।