পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের মনসাতলী গ্রাম থেকে শাহীন ইমরান (৩৫) নামে এক বার্মিচ আচার ব্যবসায়ীর জুলন্ত লাশ গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করছে মহিপুর থানা পুলিশ । বুধবার বিকাল তিনটার দিকে নিজ ঘরের ভিতর থেকে উদ্ধার করা হয় শাহীন ইমরানকে। সে কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেটে বার্মিচ আচারের পাইকারী বিক্রেতা বলে জানা যায়। মহিপুর থানার ওসি মোঃ সোহেল আহম্মেদ জানান, লাশটি উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/১৪ আগস্ট ২০১৯/ইকবাল