-
- সারাদেশে
- প্রবাসী নেতা নজির আহমদকে বিমানবন্দরে সংবর্ধনা
- আপডেট সময় August, 11, 2019, 11:33 pm
- 216 বার পড়া হয়েছে
আবু তালহা তুফায়েল :
গোয়াইনঘাট প্রবাসী ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা ও আরব আমিরাত (দুবাই)

শাখার সাধারণ সম্পাদক, দুবাই বিল্ডিং ইনচার্জ, জমিয়ত নেতা ও সীমান্তের আহ্বানের পৃষ্ঠপোষক আলহাজ্ব ক্বারি মাওলানা নজির আহমদ কে- ১০ আগস্ট (শনিবার) সকাল ৮ টায় সিলেট ওসমানী বিমানবন্দরে গোয়াইনঘাট উন্নয়ন সংগ্রাম পরিষদ ও উত্তর-পূর্ব বাংলার জনপ্রিয় সংবাদ মাধ্যম “সীমান্তের আহ্বান”র পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সাংগঠনিক সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, জমিয়তে তালাবা জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা জাকারিয়া আহমদ, জমিয়তে আনসার’র প্রচার সম্পাদক রফি উদ্দিন শাহিন, সীমান্তের আহ্বানের সম্পাদক সুলতান মাহমুদ বিন সিরাজ, সংগীত শিল্পী গীতিকার ও সুরকার শামছুদ্দীন, সীমান্তের আহ্বানের সহ-সম্পাদক ও প্রকাশক সাংবাদিক আবু তালহা তুফায়েল, হাফিজ হুসাইন আহমদ রাজু, হাফিজ আবুল কালাম মমশাদ প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/১১ আগস্ট ২০১৯/ইকবাল
এ জাতীয় আরো খবর