-
- সারাদেশে
- নিজ হাতে মশক বসতি পরিস্ককার করছেন জৈন্তাপুরের ইউএনও
- আপডেট সময় August, 8, 2019, 8:47 pm
- 174 বার পড়া হয়েছে
এম,এম,রুহেল জৈন্তাপুরঃ
সিলেটের জৈন্তাপুরে উপজেলা নির্বাহী বিরল দৃষ্টান্ত দেখালেন নিজেই ঝাড়ু হাতে নিয়ে ডেংঙ্গু মশার আবাস স্হল পরিস্কার করে।দেশে ব্যাপি ডেংঙ্গ নিধন যখন সেলফি আর লোক দেখানো তখনই চুখে আংঙ্গল দিয়ে দেশবাসী কে দেখিয়ে দিয়েছেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মৌরিন করিম ও মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান।তাদের মতহি উদ্যোগকে স্বাগত জানিয়ে ফেসবুক ও সামাজিক যোগাযোগে ধন্যবাদ জানান বিভিন্ন মহল দেশ বিদেশের সাধারন জনতা।
প্রাইভেট ডিটেকটিভ/০৮ আগস্ট ২০১৯/ইকবাল
এ জাতীয় আরো খবর