April 27, 2025, 7:24 pm

সংবাদ শিরোনাম
ভারতে কারাভোগের শেষে বেনাপোল স্হল পথে দেশে ফিরলো ৭ বাংলাদেশি যুবক নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তে চোরাইপণ্য আনতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশীর পা বিচ্ছিন্ন চলন্ত ট্রেনে মোবাইল ছিনতাই গুরুতরভাবে আহত ছিনতাইকারী আটক বেনাপোলে ছিনতাই চেষ্টার অভিযোগে ৬ নারী আটক বড়দরগা হাইওয়ে থানা কর্তৃক ৩০ বোতল ফেনসিডিল সহ একজন গ্রেফতার শেরপুর আবাসিক এলাকায় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার -১ সিলেটে আখড়ার সম্পত্তি বিক্রি মন্দির কমিটির নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যশোরে মাদক কারবারিদের পক্ষ নেয়ায় বৈষম্যবিরোধী নেতা সুজনকে গণধোলাই রানা ঝড়-মিরাজ ঘূর্ণিতে টেস্ট জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাংলাদেশ টেকনাফে রোহিঙ্গা মানব পাচারকারী আবদুল্লাহর নানান অপকর্ম থেকে নেই? মিথ্যা আশ্রয় নিয়ে প্রতি পক্ষের বিরুদ্ধে মামলা

লেনদেন কমেছে পুঁজিবাজারে

লেনদেন কমেছে পুঁজিবাজারে

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 

লেনদেন কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে। সপ্তাহের চতুর্থ দিন গতকাল বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে দশমিক ০৯ পয়েন্ট, সূচক অবস্থান করছে ৫ হাজার ১৮৭ দশমিক ২০ পয়েন্টে। অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২০ দশমিক ৯২ পয়েন্ট। গতকাল বুধবার ঢাকায় ৪৪৯ কোটি ০৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। মঙ্গলবার এই বাজারে ৫৬৮ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। গতকাল বুধবার সিএসইতে ২২ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার লেনদেনের অঙ্ক ছিল ২৫ কোটি ২৮ লাখ টাকা। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ১১১ টির, কমেছে ২০৬ টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর। ডিএসইএক্স বা প্রধান সূচক  দশমিক ০৯ পয়েন্ট কমে ৫ হাজার ১৮৭ দশমিক ২০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৮৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৩৬পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২০ দশমিক ৯২ পয়েন্ট; সূচক হয়েছে ১৫ হাজার ৮৫২ পয়েন্ট। লেনদেনে অংশ নিয়েছে ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ১৫৪টির। আর অপরিবর্তিত রয়েছে ২৫টির দর।

Share Button

     এ জাতীয় আরো খবর