-
- সারাদেশে
- গোয়াইনঘাটে গুজব প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষার র্যালী
- আপডেট সময় August, 4, 2019, 11:04 pm
- 213 বার পড়া হয়েছে
আবু তালহা তুফায়েল :
সিলেটের পর্যটনকেন্দ্র রুপময় গোয়াইনঘাটে উপজেলা সদরের প্রধান সড়কে, “বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গোয়াইনঘাট উপজেলা শাখা”র উদ্যোগে, ৪ আগস্ট (রবিবার) এক র্যালী অনুষ্ঠিত হয়। শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তাবাহী সংগঠন হিসেবে তারা তাদের জায়গা থেকে গুজব প্রতিরোধে “গুজবে কান দিবেন না, গুজবের বিরুদ্ধে সবাই সতর্ক থাকুন” এই স্লোগান নিয়ে উপজেলার প্রধান সড়কগুলোতে ব্যাপকভাবে র্যালী করে।র্যালীতে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, মকুল খান, আব্দুল কাদির, সাহাব উদ্দিন, আব্দুর রব, সুহাদা বেগম, রিনা বেগম, এখলাছুর রহমান, দিলারা বেগম প্রমূখ।
প্রাইভেট ডিটেকটিভ/০৪ আগস্ট ২০১৯/ইকবাল
এ জাতীয় আরো খবর