কামাল হোসেন,তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশের আমীর
আল্লামা মুফতী ড. সাইয়্যেদ এনায়েতুল্লাহ আব্বাসী পীর, জৌনপুরী হুজুরের
নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা অভিলম্বে প্রত্যাহারের প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ, তাহিরপুর শাখার উদ্যোগে আজ ৪ আগষ্ট রোজ রবিবার বিকাল ৩ টার সময় যাদুকাটা নদীর তীরে পাঠানপাড়া খেয়াঘাটে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সমাবেশে তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ, তাহিরপুর শাখার সাধারণ সম্পাদক কফিল উদ্দিন মাষ্ঠারের সঞ্চালণে ও উপদেষ্ঠা ইউনুছ আলীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ, তাহিরপুর শাখার সভাপতি অলি ইসলাম, সাংগঠনিক সম্পাদকআব্দুল হক, কোষাধ্যক্ষ আল ইসলাম, মিয়ারছড় জামে মসজিদের ইমাম হাফেজ আল আমিন, ছড়া জামে মসজিদের ইমাম নুরে আলম, সদস্য মুক্তার হোসেন প্রমূখ।
প্রাইভেট ডিটেকটিভ/০৪ আগস্ট ২০১৯/ইকবাল