মিথুন,পাটগ্রাম (লালমনির হাট) প্রতিনিধিঃ
লালমনির হাট পাটগ্রাম উপজেলার বুড়িমাড়ি ইউনিয়ানের আব্দুর জব্বরের ছেলে মোঃ সুজন রানা (২৮) বেশ কিছু দিন ধরে আমান তুল্লা মাধ্যমি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী কে উত্তক্ত করে আসছে, বিষয়টি এলাকা বাসি আমলে নিয়ে আজ ৪/৮/২০১৯ ইং সকাল ৯:০০ঘটিকায় ছাত্রী টি স্কুলের যাওয়ার পথে মোঃসুজন রানা কে ঘটনাচক্রে আটোক করেন এলাকাবাসি।পড়ে পাটগ্রাম উপজেলার নির্রবাহি কর্মকর্তাকে খবর দেন,পাটগ্রাম উপজেলা নির্রবাহি কর্মকর্তা অফিসার মোঃআব্দুল করিম বিষয়টি আমলে নেন, তিনি বলেন বাল্যবিবাহ,মাদক, ইভটিজিং এর মত জঘন্যতম কাজে যদি কেউ শিকার হন তাহলে আইনের আশ্রয় নেওয়ার সুযোগ আছে।তাই তিনি সন্ধ্যা ৬:০০ঘটিকায় তার নিজ কার্যালয় ভ্রম্যামান করেন এবং দণ্ডবিধির আইনের ২৯৪ ধারায় বলা হয়েছে, যে ব্যক্তি অন্যদের বিরক্তি সৃষ্টি করে, কোনো প্রকাশ্য স্থানের কাছাকাছি কোনো অশ্লীল কাজ করে অথবা কোনো প্রকাশ্য স্থানে কোনো অশ্লীল গান, গাথা সংগীত বা পদাবলি গায়, আবৃত্তি করে বা উচ্চারণ করে; সেই ব্যক্তি তিন মাস পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবে।দণ্ডবিধির ৫০৯ ধারায় এ বিষয়ে স্পষ্ট বিধান আছে। এ ধারায় বলা আছে, যদি কেউ কোনো নারীর শ্লীলতাহানির উদ্দেশ্যে কথা, অঙ্গভঙ্গি বা কোনো কাজ করে, তাহলে দায়ী ব্যক্তিকে এক বছর পর্যন্ত যেকোনো মেয়াদের সাজা বা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে।
প্রাইভেট ডিটেকটিভ/০৪ আগস্ট ২০১৯/ইকবাল