কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকে ঃ
প্রাইভেট ডিটেকটিভ এ সংবাদ প্রকাশের পর ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে গঠিত তদন্ত কমিটির মুখোমুখি হলেন বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনী এন্ড অবস্) ডা. মাতোয়ারা শারমিন এবং দুই সহকারী স্বাস্থ্য পরিদর্শক বেগম শেফালী সামাদ ও হোসনেয়ারা বেগম। রবিবার (০৪.০৮.১৯) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই তিন অভিযুক্তের স্বাক্ষাৎকারসহ নথিপত্র যাচাই বাছাই করেন তদন্ত কমিটি।গত ২০ জুলাই প্রাইভেট ডিটেকটিভ এ “বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অফিস না করেই বেতন ভাতা উত্তোলন করছে ডাক্তার ও দুই স্বাস্থ্য পরিদর্শক” এই শিরোনামে সংবাদ প্রকাশিত হলে রবিবার সিভিল সার্জনের কার্যালয় থেকে তদন্তে আসেন ফরিদপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আফজাল হোসেনের নেতৃত্বে চার সদস্যর একটি প্রতিনিধি দল। তদন্ত কমিটির অপর তিন সদস্য হলেন, ফরিদপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. হাফিজুর রহমান, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. নুরুল ইসলাম, আলফাডাঙ্গা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. নাজমুল হাসান।উল্লেখ্য ২০১৭ সালের ৫ নভেম্বর যোগদানের পর থেকে ডা. মাতোয়ারা শারমিন কর্মস্থলে উপস্থিত না হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্বাস্থ্য অধিদপ্তরের কতিপয় দুর্নীতিগ্রস্থ অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে দিনের পর দিন প্রশিক্ষণের নামে ঢাকায় অবস্থান করেছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মোতাবেক তিনি দেড় বছরের মধ্যে ১৭৬ দিন বিভিন্ন প্রশিক্ষণে ছিলেন। বাকী দিনগুলি তিনি কর্মস্থলে অনুপস্থিত থাকলেও চলেছে বেতন ভাতা।একই ভাবে ওই হাসপাতালের দুইজন সহকারী স্বাস্থ্য পরিদর্শক অফিস ম্যানেজ করে একই পন্থায় সরকারি বেতন ভাতা তুলে নিয়েছে। তারা হল টাংগাইল জেলার বেগম শেফালী সামাদ ও হোসনেয়ারা বেগম। চলতি বছরের ২৮ এপ্রিল বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করে এক সাথে তিনবারে ১২ দিনের ছুটি নিয়েছে তারা। বিশ্বস্ত সূত্রে জানা যায় উপজেলা স্বাস্থ্য পরির্দশক মো. আবু সাঈদ মোটা অঙ্কের মাসোয়ারা নিয়ে তাদের এ অনৈতিক সুবিধা দিয়ে এসেছেন।তদন্ত কমিটির প্রধান ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আফজাল হোসেন গণমাধ্যম কর্মীদের জানান, সকাল থেকেই অভিযুক্তদের বিষয়ে সম্পৃক্ত বিভিন্ন নথিপত্র যাচাই বাছাইসহ তাদের স্বাক্ষাৎকার গ্রহণ করেছি। তদন্তের স্বার্থেই এই মুহুর্তে কিছু বলতে চাচ্ছি না। তবে গণমাধ্যমকে আশ্বস্ত করছি জনস্বার্থে তদন্ত কমিটি সঠিক প্রতিবেদন জমা দিবে।
প্রাইভেট ডিটেকটিভ/০৪ আগস্ট ২০১৯/ইকবাল