নাসিম আহমেদ,মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ প্রতিনিধি, নাসিম আহমেদ।মানিকগঞ্জে বানভাসিমানুষের পাশে দারালো SSC ব্যাচ ২০০৬।দশের লাঠি, একের বোঝা। এই কথাটার প্রমান দিলো মানিকগঞ্জের SSCব্যাচ ২০০৬। সাইদুর রহমান এর উদ্যোগে তারা কিছু বন্ধু মিলে একটা ফেসবুক গ্রুপ তৈরি করেন। গ্রুপের মাদ্ধমে মানিকগঞ্জ জেলার SSCব্যাচ২০০৬ এর সকল ছাত্রছাত্রীদের উৎসাহিত করার পরিকল্পনা করেন এবং অনেক পরিশ্রমের দ্বারা তার এই গ্রুপটাকে সামাজিক ও মানবিক কাজে লাগাতে সক্ষম হয়। এই গ্রুপটি বিভিন্নভাবে অনেক দিন ধরেই অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছে। এই বছরেও তারা পিছিয়ে নেই, তারা পরিকল্পনা করেন এই ঈদ যেনো সবার মুখে হাসি থাকে আর তাই শিবালয় ও দৌলতপুরের বানভাসি মানুষের পাশে চাল, ডাল,তেল, চিনি, চিড়ামুড়ি,সেমাই নিয়ে হাজির হন। তারা ৩৫০ পরিবারকে সাহায্য করেন, শিবালয়ের জাফরগঞ্জের আশেপাশের এলাকা ও দৌলতপুরের পাচুরিয়া, বাঘুলি, চরিডাংগা, বাচামারা, চরকাটারী এসব এলাকার মানুষের পাশে দারান। এসময় উপস্হিত ছিলেন, SSCব্যাচ ২০০৬ এর আহ্বায়ক মোঃ সাইদুর রহমান, সরোয়ার হোসেন, আসমা জান্নাত, নাজমুল হাসান, কামরুল হাসান, এডিসন, নাসিম আহমেদ, সুমন, সুমি রুনা সরকার প্রমুখ। মানিকগঞ্জ SSC ব্যাচ ২০০৬ এর স্লোগান “এসো বন্ধু হাতটা বাড়াই ” তাদের স্লোগান যেনো সারা বাংলাদেশের SSC ব্যাচ ২০০৬ এর মাঝে ছরিয়ে পরে, আরও ভালো ভালো কাজের উদ্যোগ নিতে পারে এবং তাদের দেখে আরও এমন অনেক গ্রুপের সৃষ্টি হয়।
প্রাইভেট ডিটেকটিভ/০৪ আগস্ট ২০১৯/ইকবাল