কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকে ঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কাটাগড় নতুন মাঠে গত ০৩.০৮.১৯ শনিবার বিকেলে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। ঢাকাস্থ কাটাগড় উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে উদ্বোধনী খেলায় রুপাপাত ফুলবল একাদশকে ২-৭ গোলে পরাজিত করে শেখর ফুটবল একাদশ। উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন ঢাকাস্থ কাটাগড় উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মো. মিন্টু মোল্যা, সহসভাপতি সাজ্জাদ রহমান লাবলু, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন স্বাধীন প্রমুখ। খেলা শেষে সাজ্জাদ রহমান লাবলু জানান, আগামী ১৩ আগস্ট টুর্ণামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
প্রাইভেট ডিটেকটিভ/০৪ আগস্ট ২০১৯/ইকবাল