March 21, 2025, 7:22 am

সংবাদ শিরোনাম
কুড়িগ্রামে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিল সম্পন্ন জৈন্তাপুরে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা শার্শার বৃদ্ধা হত্যা মামলার আসামী নারায়নগঞ্জ হতে আটক জামালপুরে তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন বান্দরবানে স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষনে অভিযোগ ৪ জনকে গ্রেফতার সিলেটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার কৃতি সন্তান মনিরুজ্জামান ৫ দফা দাবীতে মানববন্ধন করেছে নীলফামারীর মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকরা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফ্যাসিস্টের দোসর

তাহিরপুরে ঈদের আগে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছে খাদ্যগুদাম

কামাল হোসেন,তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ঈদের আগে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছে খাদ্যগুদাম। তরে ঈদের আগেই  সরকারী খাদ্যগুদামে সরকারি ন্যায মূল্যে ধান বিক্রি করতে পারায় হাওর বেষ্টিত তাহিরপুর উপজেলার পাড়ের কৃষকদের আনন্দের সীমা নেই। পবিত্র ঈদুল আযহার আর মাত্র ৮ দিন বাকি। এমন অবস্তায় ধানের র্বতমান বাজার মূল্য প্রতি মন ধান ৬৫০ থেকে ৬৮০ টাকা । কিš‘  সরকারিভাবে তাহিরপুর খাদ্যগুদাম কৃষকদের কাছ থেকে ১০৪০ টাকা দরে প্রতি মন ধান কিনে নি”েছ। তাহি সরকারিভাবে প্রতিমন ধান ১০৪০ টাকা দরে  খাদ্যগুদামে বিক্রি করতে পারায় প্রতি মন ধানে কৃষক ৪০০ টাকা বেশি মুনাফা পা”েছন। সরকারী হিসেব মতে ১ জন কৃষক খাদ্যগুদামে বিক্র করতে পরবেন  ১টন ধান। যেখানে ১ টান ধান বাজারে বিক্রি করলে একজন কৃষক পেতেন ১৭ হাজার ৫ শত ৫০ টাকা। কিš‘ সরকারিভাবে খ্যাগুদামে ধান বিকি করতে পারায় প্রতি টন ধানে কৃষকরা  বাজার মূল্য পা”েছন ২৬ হাজার টাকা। যারফলে বাজার মূল্য থেকে একজন কৃষক পা”েছন ৮ হাজার ৪ শত ৫০ টাকা বেশি।উপজেলা খাদ্য গুদাম সুত্রে জানা যায়, সরকার এ বছর তাহিরপুর উপজেলায় ১ম ধাপে ৫৩১টন ধান ক্রয়ের বরাদ্দ দিয়েছেন। ইতিমধ্যে কৃষকদের কাছ থেকে ৪৮০ টন ধান সংগ্রহ করেছেন খাদ্যগুদামের কর্মকর্তারা। সেই সাথে ২য় ধাপের বরাদ্দ থেকেও কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করছেন তারা।গত শনিবার সকালে উপজেলা খাদ্য গুদামে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষকরা শত শত মণ ধান নিয়ে বিক্রি করার জন্য আসছেন খাদ্যগুদামে। এসব ধান মণ হিসেবে খাদ্যগুদামে নগদ টাকার বিনিময়ে বিক্রি করছেন কৃষকরা।উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়নের মানিকখিলা গ্রামের কৃষক ইউনুস মিয়া এ বিষয়ে বলেন, ঈদের আগে গোদামে ধান বিক্রি করতে পেরে তাদের খুব ভাল লাগছে। ধান বিক্রির টাকা দিয়ে এবারের ঈদে পরিবারের সবার জন্য নতুন জামা কাপড় কিনতে পারবেন।শ্রীপুর উত্তর ইউনিয়নের নবাবপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নওশাদ আলী জানান, ঈদের আগে ধান বিক্রি করে টাকা হাতে পেয়ে অনেক উপকারে এসেছে।বালিজুরি ইউনিয়নের পুরান বারুঙ্কা গ্রামের নজির মিয়া জানান, বর্তমান বাজার মূল্য প্রতি মণ ৬৫০ টাকা হলেও সরকার প্রতি মণ ১০৪০ টাকা মূল্যে কৃষকদের কাছ থেকে নি”েছন।তাহিরপুর উপজেলা খাদ্য গুদাম কর্মকতা মনধন চন্দ্র দাস বলেন, হাওরপাড়ের কৃষকদের দাবি ছিল ঈদের আগেই খাদ্য গোদামে ধান বিক্রি করবে। তারা এ লক্ষ্যেই প্রতিদিন কৃষক-কৃষানীর কাছ থেকে ধান সংগ্রহ করেছেন। আশা করছেন, ঈদের আগেই তারা বেশিরভাগ ধান সংগ্রহ করে ফেলবেন।
প্রাইভেট ডিটেকটিভ/০৪ আগস্ট ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর