-
- শিক্ষা, সারাদেশে
- সম্মেলন শেষ হলেও অপসারণ করা হয়নি কবি নজরুল কলেজে ব্যানার, পোস্টার
- আপডেট সময় August, 4, 2019, 2:00 am
- 211 বার পড়া হয়েছে
শাহিন আহম্মদ,কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ
মুল ফটক থেকে শুরু করে বিভিন্ন ভবনে ছেয়ে আছে ছাত্রলীগের পদ প্রত্যাশীদের ব্যানার-ফেস্টুন। কিন্তু সম্মেলন শেষ হলে এখন পর্যন্ত অপসারণ করা হয়নি পদ প্রত্যাশীদের পোস্টার, ব্যানার, ফেস্টুন।যদি দীর্ঘ দিন ধরে এই ব্যানার, ফেস্টুন গুলো টাঙিয়ে রাখা হলে ক্যাম্পাস সৌন্দর্য্য স্বকীয়তা হরাবে বলে মনে করছেন সাধারন শিক্ষার্থীরা। এবং তারা আরো বলেন, যত দ্রুত সম্ভব এসব ব্যানার, পোস্টার, ফেস্টুন খুলে ক্যাম্পাসে সুন্দর পরিবেশ তৈরী করা হউক অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সিয়াম আহম্মেদ বলেন, যেখানে সেখানে পোস্টার লাগানোর বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে।অন্যথায় ক্যাম্পাসে সুন্দর পরিবেশ থাকবে না এবং তা হবে দৃষ্টিকটু উল্লেখ্য যে গত ২৭ জুলাই কবি নজরুল সরকারি কলেজে ছাত্রলীগেরর সম্মেলন অনুষ্ঠিত হয়।কমিটির পদ প্রত্যাশী নেতাকর্মীদের ব্যানার, পোস্টার মুল ফটক থেকে শুরু প্রশাসনিক ভবনসহ বিভিন্ন ভবনে, খেলার মাঠে।
প্রাইভেট ডিটেকটিভ/০৪ আগস্ট ২০১৯/ইকবাল
এ জাতীয় আরো খবর