March 20, 2025, 10:05 pm

সংবাদ শিরোনাম
মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিল সম্পন্ন জৈন্তাপুরে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা শার্শার বৃদ্ধা হত্যা মামলার আসামী নারায়নগঞ্জ হতে আটক জামালপুরে তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন বান্দরবানে স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষনে অভিযোগ ৪ জনকে গ্রেফতার সিলেটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার কৃতি সন্তান মনিরুজ্জামান ৫ দফা দাবীতে মানববন্ধন করেছে নীলফামারীর মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকরা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফ্যাসিস্টের দোসর নাইক্ষ্যংছড়ি বিজিবির ধারাবাহিক অভিযানে ১৯ লাখ টাকার বার্মিজ গরু ও সুপারি জব্দ,

সমাজের প্রয়োজনে শিক্ষার্থীদের কাজ করার আহ্বান ঢাবি উপাচার্যের

সমাজের প্রয়োজনে শিক্ষার্থীদের কাজ করার আহ্বান ঢাবি উপাচার্যের

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পঠন-পাঠনের পাশাপাশি সমাজের প্রয়োজনে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৬০ বছর পূর্তি উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাবি উপাচার্য এ আহ্বান জানান। অধ্যাপক আখতারুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যান এবং একটি বিশ্ববিদ্যালয়ের কাছে সমাজের চাহিদা কী, তা তাঁরা বুঝতে পারেন। তাই পঠন-পাঠনের পাশাপাশি সমাজের প্রয়োজনে একজন নৈতিক ও আদর্শবান মানুষ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। ঢাবি উপাচার্য আরো বলেন, যে জাঁতি নৈতিক মানে যত সমৃদ্ধ, সে জাঁতি তত উন্নত, বিশ্ব সম্প্রদায়ের কাছে তত বেশি গ্রহণীয়। তাই শিক্ষার্থীদের নৈতিক গুণাবলি বিকাশে বিশ্ববিদ্যালয়কেই দায়িত্ব নিতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহমাদ, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগের চেয়ারম্যান ও ৬০ বছর পূর্তি অনুষ্ঠান আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. সায়েদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা নাসরিন শাহেদ। দুদিনব্যাপী এই অনুষ্ঠানের শুরুতে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উৎসবের প্রথম দিনের অনুষ্ঠানের মধ্যে রয়েছে উন্মুক্ত আলোচনা, র‌্যাফেল ড্র, সন্ধ্যায় বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং দলছুটের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া রোববার দিনব্যাপী দেশি-বিদেশি প্রাণরসায়নবিদরা তাঁদের গবেষণা উপস্থাপন করবেন।

Share Button

     এ জাতীয় আরো খবর