সমাজের প্রয়োজনে শিক্ষার্থীদের কাজ করার আহ্বান ঢাবি উপাচার্যের
ডিটেকটিভ নিউজ ডেস্ক
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পঠন-পাঠনের পাশাপাশি সমাজের প্রয়োজনে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৬০ বছর পূর্তি উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাবি উপাচার্য এ আহ্বান জানান। অধ্যাপক আখতারুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যান এবং একটি বিশ্ববিদ্যালয়ের কাছে সমাজের চাহিদা কী, তা তাঁরা বুঝতে পারেন। তাই পঠন-পাঠনের পাশাপাশি সমাজের প্রয়োজনে একজন নৈতিক ও আদর্শবান মানুষ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। ঢাবি উপাচার্য আরো বলেন, যে জাঁতি নৈতিক মানে যত সমৃদ্ধ, সে জাঁতি তত উন্নত, বিশ্ব সম্প্রদায়ের কাছে তত বেশি গ্রহণীয়। তাই শিক্ষার্থীদের নৈতিক গুণাবলি বিকাশে বিশ্ববিদ্যালয়কেই দায়িত্ব নিতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহমাদ, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগের চেয়ারম্যান ও ৬০ বছর পূর্তি অনুষ্ঠান আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. সায়েদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা নাসরিন শাহেদ। দুদিনব্যাপী এই অনুষ্ঠানের শুরুতে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উৎসবের প্রথম দিনের অনুষ্ঠানের মধ্যে রয়েছে উন্মুক্ত আলোচনা, র্যাফেল ড্র, সন্ধ্যায় বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং দলছুটের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া রোববার দিনব্যাপী দেশি-বিদেশি প্রাণরসায়নবিদরা তাঁদের গবেষণা উপস্থাপন করবেন।