ঢাকা মেডিকেলে ২৪ ঘণ্টায় ভর্তি ৫৪ ডেঙ্গু রোগী
ডিটেকটিভ নিউজ ডেস্ক
ঢাকা মেডিকলে কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা কমে আসছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে গতকাল শনিবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৫৪ জন। যা এর আগের কয়েক দিন একই সময়ে দুইশর বেশি ছিলো। গতকাল শনিবার সকালে ডেঙ্গু রোগীর বিষয় নিয়ে কথা হয় ঢাকা মেডিকলে কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার নাসির উদ্দিনের সঙ্গে। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ সংখ্যাটি ছাড়িয়ে গিয়েছিল ২০০ এর উপরে। যা এখন কমে আসছে। ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আর বাড়েনি, আগের ১১ জনই আছে। এর মধ্যে জুলাইয়ে মারা গেছেন ১০ জন, আর জুনে একজন নিয়ে মোট ১১ জন। হাসপাতাল সূত্রে জানা যায়, এখন পর্যন্ত ঢামেকে সর্বমোট ৬৯৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। প্রতিদিনই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন আক্রান্তরা। গত ২৪ ঘণ্টায় ১৬৭ জন ডেঙ্গু রোগীকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা। ডেঙ্গু রোগীদের সারাতে চিকিৎসকদের পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষও ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে বলে জানান সহকারী পরিচালক ডাক্তার নাসির উদ্দিন।