March 21, 2025, 6:45 am

সংবাদ শিরোনাম
কুড়িগ্রামে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিল সম্পন্ন জৈন্তাপুরে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা শার্শার বৃদ্ধা হত্যা মামলার আসামী নারায়নগঞ্জ হতে আটক জামালপুরে তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন বান্দরবানে স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষনে অভিযোগ ৪ জনকে গ্রেফতার সিলেটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার কৃতি সন্তান মনিরুজ্জামান ৫ দফা দাবীতে মানববন্ধন করেছে নীলফামারীর মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকরা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফ্যাসিস্টের দোসর

মালদ্বীপের সাবেক ভাইস প্রেসিডেন্টকে ফেরত পাঠিয়েছে ভারত

মালদ্বীপের সাবেক ভাইস প্রেসিডেন্টকে ফেরত পাঠিয়েছে ভারত

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

নিজ দেশে হত্যাচেষ্টা ও দুর্নীতির অভিযোগের মুখে পড়া মালয়েশিয়ার সাবেক ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবকে ফেরত পাঠিয়েছে ভারত। নৌকায় করে পাসপোর্ট ছাড়াই ভারতে প্রবেশের চেষ্টার সময় গত বৃহস্পতিবার তাকে আটক করে ভারতীয় কর্তৃপক্ষ। গতকাল (শনিবার) আদিবসহ তার সঙ্গে আটক নয় জনকে মালদ্বীপের সমুদ্রসীমায় দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দিয়েছে ভারতীয় কোস্ট গার্ড।

২০১৫ সালের জুলাইয়ে ৩৩ বছর বয়সে মালদ্বীপের সর্বকনিষ্ঠ ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হন আহমেদ আদিব। এর কয়েক মাস পরেই তৎকালীন প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনকে বহনকারী একটি স্পিডবোটে রহস্যজনক বিস্ফোরণ ঘটে। ওই হামলায় প্রেসিডেন্ট অক্ষত থাকলেও তার স্ত্রী ও দুই সহযোগী আহত হন। এই বিস্ফোরণে আদিবের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। আদালতে হত্যা চেষ্টার অভিযোগ খারিজের পর চলতি বছরের মে মাসে কারাগার থেকে মুক্তি পান তিনি।

তবে নতুন করে ওই মামলায় তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মালয়েশিয়ার পুলিশ। এ ছাড়া ক্ষমতাসীন অবস্থায় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেরও তদন্ত শুরু হয়েছে। তদন্ত প্রক্রিয়ায় তার পাসপোর্ট জব্দ করেছে মালয়েশিয়ার বর্তমান সরকার।

এই বিষয়ে অবগত একটি সূত্রের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নিজের ও পরিবারের সদস্যদের জীবন নিয়ে শঙ্কায় গত ২৭ জুলাই ভারতগামী ভার্গো ৯ জাহাজের সঙ্গে যুক্ত একটি নৌকায় উঠে পড়েন আদিব। সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজটির কর্তৃপক্ষকে ঘুষ দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন তিনি।

গতকাল দক্ষিণ ভারতের তামিল নাড়ু রাজ্যের তুতিকোরিন বন্দরে পৌঁছায় তাদের বহনকারী নৌকাটি। বেআইনিভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে আদিবসহ নৌকাটির নয় আরোহীকে আটক করে কর্তৃপক্ষ। গতকাল তাদের মালদ্বীপের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক তামিল নাড়ুর এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, শনিবার ভোরে মালদ্বীপের সমুদ্র সীমায় তাদের হস্তান্তর করা হয়েছে।

এর কয়েক ঘণ্টা পরে আদিবের আইনজীবী টবি ক্যাডম্যান জানিয়েছেন, ভারতের কাছে রাজনৈতিক আশ্রয় চাওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন মালদ্বীপের সাবেক ভাইস প্রেসিডেন্ট। তিনি জানান নিজ দেশে ধারাবাহিকভাবে মারাত্মক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নিপীড়নের মুখে পড়ে ভারতের কাছে সুরক্ষার দাবি করতে চেয়েছিলেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার এক বিবৃতিতে জানিয়েছেন, আদিবকে ভারতে প্রবেশ করতে দেওয়া হয়নি কারণ তিনি কোনও স্বীকৃতি প্রবেশ পথ দিয়ে প্রবেশের চেষ্টা করেননি এবং বৈধ ভ্রমণ নথি দেখাতে পারেন নি।

মালদ্বীপের পুলিশ জানিয়েছে রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহারের মামলায় সাবেক ভাইস প্রেসিডিন্টকে বুধবার তদন্তকারীদের মুখোমুখি হতে হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর