March 24, 2025, 2:57 pm

সংবাদ শিরোনাম
বিশ্বনাথে যুবকের ঝুলন্ত লা শ উদ্ধার গংগাচড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আলোচনা সভা ও ইফতার মাহফিল কুড়িগ্রামে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিল সম্পন্ন জৈন্তাপুরে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা শার্শার বৃদ্ধা হত্যা মামলার আসামী নারায়নগঞ্জ হতে আটক জামালপুরে তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন বান্দরবানে স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষনে অভিযোগ ৪ জনকে গ্রেফতার সিলেটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার কৃতি সন্তান মনিরুজ্জামান

মশাকে না মেরে রক্ত খেতে দেওয়া উচিত : প্রাণী অধিকারকর্মী

মশাকে না মেরে রক্ত খেতে দেওয়া উচিত : প্রাণী অধিকারকর্মী

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

মশাকে মেরে ফেলা উচিত নয়, বরং তাদেরকে রক্ত খেতে দেওয়া উচিত বলে মনে করেন ফরাসি টেলিভিশন উপস্থাপক ও প্রাণী অধিকারকর্মী আয়মেরিক ক্যারন। সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ক্যারন বলেন, ‘স্ত্রী মশা তাদের ডিমের প্রোটিনের জন্য মানুষের রক্ত চুষে নেয়। কিন্তু তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মকে লালনপালন করতে গিয়ে আক্রমণের শিকার হয়। এটা প্রাণী বৈষম্য বিরোধীদের জন্য অস্বস্তিকর।’

তবে ব্রিটিশ প্রাণী রক্ষাকারী কর্মীরা বলছেন, আয়মেরিক ক্যারনের এ ধরনের বক্তব্য বিভ্রান্তিকর।

আয়মেরিক ক্যারন নামে ওই ফরাসি উপস্থাপক নিজেকে প্রাণী বৈষম্য বিরোধী বলে দাবি করেন। তিনি আরো বলেন, ‘যাঁরা প্রাণীদের ভালোবাসেন, তাঁদের উচিত পোকা-মাকড়কে নিজেদের শরীরে কামড়ানোর সুযোগ করে দেওয়া।’

তবে কামড় দেওয়ার সুযোগ আফ্রিকার মশাদের জন্য প্রযোজ্য নয় বলেও জানিয়েছেন ক্যারন। তিনি বলেন, ‘আফ্রিকার মশারা কামড় দিলে ম্যালেরিয়া হয়, সেজন্য এটা তাদের জন্য প্রযোজ্য নয়।’

মশাদের কামড়কে ‘রক্তদান’ হিসেবে ধরে নেওয়া উচিত বলেই মনে করেন আয়মেরিক ক্যারন। তিনি বলেন ‘স্ত্রী মশারা তাদের ভবিষ্যৎ সন্তানদের জন্য নিজেদের জীবন বিপন্ন করে। এ ছাড়া তাদের আর কোনো উপায় নেই।’

যুক্তরাজ্যের ‘অ্যানিম্যাল ইকুয়ালিটি’ নামে একটি প্রাণীকল্যাণ গ্রুপের প্রধান টনি ভারনেলি বলেন, ‘তাঁর (অ্যারন) বক্তব্য বিভ্রান্তিমূলক। খামারের ভেতরে প্রাণীদের দুর্ভোগ কমানোর জন্য মানুষকে সচেতন করার ক্ষেত্রে তাঁর বক্তব্য কোনো সহায়তা করবে না। প্রাণীকল্যাণ কার্যক্রমের সঙ্গে তাঁর বক্তব্য সঙ্গতিপূর্ণ নয় বরং যে কাজটির ক্ষেত্রে নজর দেওয়া উচিত তা হলো, প্রাণীদের মাংস না খাওয়া, প্রাণীজাত পণ্য ব্যবহার না করা।’

Share Button

     এ জাতীয় আরো খবর