November 13, 2025, 1:28 am

সংবাদ শিরোনাম
আগামী জাতীয় নির্বাচনে বিএনপির ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা-মৌলভীবাজারের চার আসনেও মনোনয়ন চূড়ান্ত প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত এনসিপি বৃষ্টি আর বাতাসে নুয়ে পড়েছে ধানক্ষেত, দুশ্চিন্তায় কৃষকরা ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন র‍্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাটে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এস্কাফ (ESKuf) ও গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রোহিঙ্গা ক্যাম্প থেকে রংপুরের মোবারক আলী হত্যা মামলার মূলহোতা গ্রেপ্তার নবীগঞ্জে বার বার মেয়ে প*রকিয়া**য় জড়িয়ে পরার কারণে নিজ হাতে খু*ন করলেন পিতা বেনাপোল সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার। সুনামগঞ্জের ধোপাজান নদীতে রাতের আঁধারে বালু হরিলুট

মশাকে না মেরে রক্ত খেতে দেওয়া উচিত : প্রাণী অধিকারকর্মী

মশাকে না মেরে রক্ত খেতে দেওয়া উচিত : প্রাণী অধিকারকর্মী

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

মশাকে মেরে ফেলা উচিত নয়, বরং তাদেরকে রক্ত খেতে দেওয়া উচিত বলে মনে করেন ফরাসি টেলিভিশন উপস্থাপক ও প্রাণী অধিকারকর্মী আয়মেরিক ক্যারন। সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ক্যারন বলেন, ‘স্ত্রী মশা তাদের ডিমের প্রোটিনের জন্য মানুষের রক্ত চুষে নেয়। কিন্তু তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মকে লালনপালন করতে গিয়ে আক্রমণের শিকার হয়। এটা প্রাণী বৈষম্য বিরোধীদের জন্য অস্বস্তিকর।’

তবে ব্রিটিশ প্রাণী রক্ষাকারী কর্মীরা বলছেন, আয়মেরিক ক্যারনের এ ধরনের বক্তব্য বিভ্রান্তিকর।

আয়মেরিক ক্যারন নামে ওই ফরাসি উপস্থাপক নিজেকে প্রাণী বৈষম্য বিরোধী বলে দাবি করেন। তিনি আরো বলেন, ‘যাঁরা প্রাণীদের ভালোবাসেন, তাঁদের উচিত পোকা-মাকড়কে নিজেদের শরীরে কামড়ানোর সুযোগ করে দেওয়া।’

তবে কামড় দেওয়ার সুযোগ আফ্রিকার মশাদের জন্য প্রযোজ্য নয় বলেও জানিয়েছেন ক্যারন। তিনি বলেন, ‘আফ্রিকার মশারা কামড় দিলে ম্যালেরিয়া হয়, সেজন্য এটা তাদের জন্য প্রযোজ্য নয়।’

মশাদের কামড়কে ‘রক্তদান’ হিসেবে ধরে নেওয়া উচিত বলেই মনে করেন আয়মেরিক ক্যারন। তিনি বলেন ‘স্ত্রী মশারা তাদের ভবিষ্যৎ সন্তানদের জন্য নিজেদের জীবন বিপন্ন করে। এ ছাড়া তাদের আর কোনো উপায় নেই।’

যুক্তরাজ্যের ‘অ্যানিম্যাল ইকুয়ালিটি’ নামে একটি প্রাণীকল্যাণ গ্রুপের প্রধান টনি ভারনেলি বলেন, ‘তাঁর (অ্যারন) বক্তব্য বিভ্রান্তিমূলক। খামারের ভেতরে প্রাণীদের দুর্ভোগ কমানোর জন্য মানুষকে সচেতন করার ক্ষেত্রে তাঁর বক্তব্য কোনো সহায়তা করবে না। প্রাণীকল্যাণ কার্যক্রমের সঙ্গে তাঁর বক্তব্য সঙ্গতিপূর্ণ নয় বরং যে কাজটির ক্ষেত্রে নজর দেওয়া উচিত তা হলো, প্রাণীদের মাংস না খাওয়া, প্রাণীজাত পণ্য ব্যবহার না করা।’

Share Button

     এ জাতীয় আরো খবর