দিদারুল আলম,গুইমারা(খাগড়াছড়ি )প্রতিনিধিঃ
খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি জোর খাম্বা এলাকায় চট্রগাম খাগড়াছড়ি
মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত।শনিবার সকালে খাগড়াছড়ি হতে চট্রাগ্রাম গামী চিনকি মাওলা চট্রমেট্রো, জ -১১০০০৯ এবং দিগন্ত কংকা ১১-০১৮০ গাড়িটি চট্রগাম হইতে খাগড়াছড়ি যাওয়ার সময়ে র্দূঘটনার কবলে পড়ে। র্দীঘ সময় সড়ক যোগাযোগ বন্ধ পরে সনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সহদের সহযোগিতায় সচল হয়।আহতদের পুলিশ,সেনাবাহিনী ,রামগড় ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাৎক্ষনিক উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে প্রেরন করেছে।চিনকি মাওলা বাসের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছেন।দিগন্ত কংকা বাসের ড্রাইভার মহিউদ্দিন গাড়িতে আটকে পড়েন।এসময় গাড়ি কেঁটে তাকে উদ্ধার করা হয়।তাঁর দুটি পা ঘটনাস্থলেই ভেঙ্গে গেছে।তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে জানা গেছে। গুইমারা থানার অফিসার ইনর্চাজ (ওসি) বিদ্যুৎ কুমার বড়–য়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করা হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/০৩ আগস্ট ২০১৯/ইকবাল